নয়াদিল্লিঃ বিদেশ সফরে গিয়েছেন রাষ্ট্রপতি (President) দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। তিন দেশ সফরের প্রথম গন্তব্য ফিজি (Fiji)। গতকাল অর্থাৎ মঙ্গলবার ফিজিতে পৌঁছেছেন তিনি। এই প্রথম ভারতের কোনও রাষ্ট্রপতি ফিজিতে পা রাখলেন। ফিজির সর্বোচ্চ সম্মান “দ্য কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি”-তে ভূষিত হয়েছেন তিনি। সেদেশের রাষ্ট্রপতি উইলিয়াম কাতোনিভিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর তাঁর হাতে এই সম্মান তুলে দেন। শুধু তাই নয়, সুভার গেস্ট হাউসে ভারতীয় রাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান ফিজির রাষ্ট্রপতি উইলিয়াম কাতোনিভিয়ার। ফিজি সরকারকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি মুর্মু । এ বার ভিনদেশে তাঁকে দেখা গেল শিবের উপাসনা করতে। বুধ সকালে সোজা চলে যান ফিজির নাদীর শ্রী শিব সুব্রামনিয়া স্বামী মন্দিরে৷ সেখানে পুজো দেন তিনি। প্রসঙ্গত, ফিজি সফরের প্রথমদিনে সেখানকার প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন তিনি। ভারতীয় সম্প্রদায়ের মানুষজনের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, "বিদেশ সফরে এসে ভারতীয়দের সঙ্গে দেখা করতে, কথা বলতে খুবই ভাল লাগে। ফিজি এমন একটি দেশ যার সঙ্গে ভারতের ১৪৫ বছরের সম্পর্ক রয়েছে। তাই এই দেশে আসতে পেরে এবং আপনাদের সকলের সঙ্গে সাক্ষাৎ করে বেশ ভাল লাগছে।" ফিজি সফর শেষে নিউজিল্যান্ডের দিকে উড়ে যাবে রাষ্ট্রপতির বিমান, এমনটাই সূত্রের খবর।
দেখুন ভিডিয়ো
#WATCH | Fiji: President Droupadi Murmu offers prayers at Sri Siva Subramaniya Swami Temple, in Nadi. pic.twitter.com/4ltJByleUN
— ANI (@ANI) August 6, 2024