নয়াদিল্লিঃ তিন দেশ সফরের প্রথম পর্যায়ে ফিজির নাদিতে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। মঙ্গলবার সকালে বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান ফিজির (Fiji) প্রধানমন্ত্রী সিতিভনি রাবুকা। আগামী ৭ই আগস্ট পর্যন্ত সে দেশে থাকবেন তিনি। ভারতের রাষ্ট্রপতি হিসেবে এটাই তাঁর প্রথম ফিজি সফর। এই সফরে একাধিক কর্মসূচী রয়েছে তাঁর। দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য নিয়ে সে দেশে গিয়েছেন তিনি। ফিজির রাষ্ট্রপতি কাতোনিওয়েরে এবং প্রধানমন্ত্রী সিটিভানি রাবুকার সঙ্গে দেখা করবেন তিনি, এমনটাই খবর। একাধিক দ্বিপাক্ষিক বৈঠকও রয়েছে। ৮ আগস্ট নিউজিল্যান্ডের উদ্দেশে উড়ে যাবে রাষ্ট্রপতির বিমান। সে দেশের গভর্নর জেনারেল সিন্ডি কিরোর সঙ্গে বৈঠক এবং প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ওয়েলিংটনে একটি আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি। এ ছাড়া অকল্যান্ডে ভারতীয় জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎ করার কর্মসূচীও রয়েছে। সফরের শেষ পর্যায়ে দিলিতে।
দেখুন ভিডিয়ো
#WATCH | President Droupadi Murmu arrived in Suva, Fiji on the first leg of her three-nation visit.
She was received by Prime Minister Sitiveni Rabuka of Fiji at the airport and accorded a ceremonial welcome. pic.twitter.com/oHiyWzO5Ll
— ANI (@ANI) August 6, 2024