তরমুজে নরেন্দ্র মোদি-ডোনাল্ড ট্রাম্প (Photo: IANS)

নতুন দিল্লি, ২৪ ফেব্রুয়ারি: সোমবারের ট্রাম্প সফর (Donald Trump India Visit) নিয়ে উচ্ছসিত গোটা দেশ। কোথাও আবার সমালোচনা। বিভিন্ন ভাবে মার্কিন প্রেসিডেন্টকে সম্মাননা জানানোর প্রস্তুতি মাতোয়ারা দেশের বিভিন্ন প্রান্ত। কিন্তু তাই বলে এমন ভাবে সম্মাননা জ্ঞাপনের কথা বোধ হয় ভাবেননি কেউই। যেমনটা ভেবেছেন তামিলনাড়ুর এম এলাঞ্চেঝিয়ান (M. Elanchezhian)। নিজের অভাবনীয় শিল্পস্বত্তা ফল থেকে সবজির উপর ফুটিয়ে তুলতে দক্ষ তিনি। এই শিল্পস্বত্তা কাজে লাগিয়ে ট্রাম্পের ভারত সফরের দিনেও সকলকে তাক লাগিয়ে দিলেন তামিল শিল্পী। তরমুজের উপর ফুটিয়ে তুললেন তাজমহল থেকে নরেন্দ্র মোদি-ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি।

হাতের কাছে যখনই রং-তুলি পেয়েছেন তখনই ফল, সবজির উপর পছন্দের চরিত্র ফুটিয়ে তুলতেন তিনি। স্কুল, কলেজের গণ্ডি পেরনোর পর ক্যাটারিং টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে শুরু করেন। ভেবেছিলেন তেমনই একটি চাকরি নিয়ে নিজের পায়ের মাটি শক্ত করবেন। কিন্তু বাস্তবের সঙ্গে ভাবনার মিল রইল না। পরিবর্তে নিজের নেশা নিয়েই দিন কাটাচ্ছেন এম এলাঞ্চেঝিয়ান। এখনও সবজির উপর এঁকেই সকলকে অবাক করে দিচ্ছেন মাত্র ৩১ বছর বয়সি যুবক। তাজমহল সফরের (Taj Mahal Trip) আগে তাই তরমুজের উপরে এঁকে ফেললেন মার্কিন প্রেসিডেন্টের ছবি। পাশে রয়েছেন মোদি। দুই রাষ্ট্রপ্রধানের পিছনে তাজমহল। ওই আঁকা দেখে চোখ ফেরাতে পারছেন না কেউই। আরও পড়ুন: America Loves India: ‘আমেরিকা ভারতকে ভালবাসে, এই বার্তা দিতেই ৮ হাজার মাইল পথ পাড়ি দিলাম’ টুইট করলেন ডোনাল্ড ট্রাম্প

তামিলনাড়ুর শিল্পী বরাবরই অন্য ধারার ছবি আঁকতে অভ্যস্ত। তাই এবার ট্রাম্পের ভারত সফরের কথা শোনার পর ছবি আঁকার পরিকল্পনা করে ফেলেন। বাজার খেকে পাঁচ কেজি ওজনের তরমুজ (Watermelon) কিনে ফেলেন। খরচ পড়ে মাত্র ১৫০ টাকা। তারপর থেকেই শুরু অক্লান্ত পরিশ্রম। নানা প্রয়োজনীয় পদ্ধতি অবলম্বন করে অবশেষে ছোট্ট একটি তরমুজের গায়ে তিনি ফুটিয়ে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। তাঁদের দু’জনের পিছনে দেখা গিয়েছে তাজমহলকে। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী শিল্পী বলেন, “ট্রাম্পের তাজমহল সফরের কথা শুনে ছবি আঁকার কথা ভাবি। মোদি এবং ট্রাম্পের ছবি আঁকার পর আর কোনও জায়গা ফাঁকা ছিল না। তাই তাদের ছবি আঁকার পর আর কোনও মেসেজ বা বার্তা লেখার জায়গা ছিল না।”