দিল্লি, ২১ অগাস্ট: ফের কুকুরের (Dog Attack Video) হামলার ভিডিয়ো প্রকাশ্যে এল। এবারও ফের উত্তরপ্রদেশের (Uttar Pradesh)গাজ়িয়াবাদ (Ghaziabad) থেকে কুকুরের হামলার ভিডিয়ো সামনে আসে। তবে এবার রাস্তার কুকুর নয়, বাড়ির পোষা কুকুর ঝাঁপিয়ে পড়ল এক মহিলার উপর। ভিডিয়োটি লক্ষ্য করলে বোঝা যাবে, এক মহিলা কুকুরের ভয়ে দৌঁড়তে থাকেন করিডর দিয়ে। তবে ওই মহিলা যতই ছুটে পালিয়ে যান না কেন, তার পিছনে আরও জোরে ছুটতে শুরু করে ওই বহুতলেরই কোনও এক ব্যক্তির কুকুর। তারপর মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে কুকুরটি। এমন ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায় গাজ়িয়াবাদে।
এরপরই পুলিশ ওই কুকুরের পালক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করে অভিযোগ।
দেখুন সেই ভিডিয়ো যখন এক মহিলাকে তাড়া করে নিয়ে যায় কুকুর...
गाजियाबाद: राजनगर एक्सटेंशन की KW Srishti सोसायटी में पालतू कुत्तों ने युवती पर किया हमला।
पुलिस ने कुत्तों के मालिक पर दर्ज किया केस।#Ghaziabad #KWSrishti #RajNagarExtension pic.twitter.com/xulkN0OLWZ
— Greater Noida West (@GreaterNoidaW) August 21, 2025
সম্প্রতি কুকুর নিয়ে নানা ঘটনা সামনে আসছে। বেঙ্গালুরুতে সম্প্রতি বছর ৩ এর এক শিশুর মৃত্যু হয়। গত ৪ মাস আগে ওই খাদিরা নামে ওই শিশুকে রাস্তার কুকুরের একটি দল কামড়ায়। খাদিরাকে কুকুরের কামড়ের পর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে শত চেষ্টাতেও সেরে উঠতে পারেনি খাদিরা। ৪ মাসের দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যু হয় খাদিরার। কুকুরের কামড়ের পর জলাতঙ্কে আক্রান্ত হয় খাদিরা। তারপরই তার মৃত্যু হয়।
খাদিরার মৃত্য়ুর ঘটনা তখনই সামনে আসে যখন সুপ্রিম কোর্টের তরফে দিল্লির রাস্তাকে কুকুর মুক্ত করা হোক বলে নির্দেশ দেওয়া হয়। যা নিয়ে তোলপাড় হয়ে যায় গোটা দেশ।
পথ কুকুরদের কেন ডগ শেল্টারে নিয়ে যাওয়া হবে, তা নিয়ে প্রতিবাদ শুরু করেন বহু মানুষ। ডগ শেল্টার নিয়ে নানা প্রতিবাদের মাঝে অবশেষে আদালত ওই রায়েকে পুনর্বিবেচনা করবে জানায়।