দিল্লি, ১২ নভেম্বর: এইডসে (AIDS) ক্রান্ত ৬৮ জন মহিলা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদে (Gaziabad) একসঙ্গে ৬৮ জন মহিলা এইডসে আক্রান্ত বলে একটি ভয়াবহ খবর সামনে আসছে সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, গাজিয়াবাদের বাসিন্দা ৬৮ জন মহিলা পরপর মারণ ব্যাধিতে (HIV) আক্রান্ত। যাঁদের মধ্যে ২০ জনের আক্রান্ত হওয়ার জায়গা প্রায় একইরকম বলেও জানা যাচ্ছে।
সূত্রের খবর, গাজিয়াবাদের যে ৬৮ জন মহিলা এইডসে আক্রান্ত, তাঁদের মধ্যে ২০ জন ট্যাটু করাতে গিয়ে এই মারণ ব্যাধির শিকার। একই সূচ দিয়ে ট্যাটু (Tattoo) করানোর জেরে পরপর ২০ জন মহিলা এইডস নামক এউ সংক্রামক রোগের কবলে পড়েছেন। কোনও এইডস সংক্রমিতর শরীরে সূচ ফোটানোর পর সেই একই সূচ দিয়ে বারবার অন্যদের ট্যাটু আঁকা হয়েছে। যার জেরে এক লপ্তে পরপর একাধিক মহিলার এইডসে আক্রান্ত হওয়ার খবর পাওযা যাচ্ছে।
দেখুন গাজিয়াবাদে ৬৮ জন মহিলার এইডসে আক্রান্ত হওয়ার খবর...
टैटू का शौक, AIDS का रोग! यूपी के गाजियाबाद में 68 महिलाओं को एड्स, 20 महिलाओं ने माना टैटू बनवाने से हुआ HIV#AIDS #Ghaziabad #HIV #Tattoo
यूपी के गाजियाबाद में 68 महिलाओं को एड्स जैसी जानलेवा बीमारी डायग्नोसिस हुई है, आप जानकर दंग रह जाएंगे कि 68 में से 20 महिलाओं ने HIV की… pic.twitter.com/lNNH77x8CW
— Zee News (@ZeeNews) November 11, 2024
প্রসঙ্গত ট্যাটু করানোর ফলে শরীরে ক্যানসারের মত মারণ রোগ বাসা বাঁধতে পারে। ট্যাটুতে যে ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়, তার জেরে ত্বকের ক্যানসারে যে কোনও সময় মানুষ আক্রান্ত হতে পারেন বলে বার বার সতর্ক করা হয় চিকিৎসকদের তরফে। এবার ট্যাটুতে ব্যহৃত একই সূচের জেরে একাধিক মহিলার এইডসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। যা অত্যন্ত আশঙ্কাজনক বলেই মনে করছে বিভিন্ন মহল।