Doctors' Strike: সুপ্রিম কোর্টে চিকিৎসকদের নিরাপত্তা মামলা, শুনানি মঙ্গলবার
সুপ্রিম কোর্ট(Photo Credits: PTI)

দিল্লি, ১৭ জুন, ২০১৯:  জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) নিরাপত্তা নিয়ে এবার সুপ্রিম কোর্টে মামলা গড়াল। সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সর্বোচ্চ আদালতে আবেদন করা হয়েছে, সরকারি–বেসরকারি হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার–কেন্দ্রীয় সরকারকে যেন যথাযথ নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

বিচারপতি দীপক গুপ্ত এবং বিচারপতি সূর্যকান্তকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চে মামলাটি ওঠে। মঙ্গলবার এই ব্যাপারে শুনানি হবে বলে খবর।ডাক্তার নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে অচলাবস্থা বাংলা তথা গোটা দেশে ছড়িয়ে পড়েছে। সোমবার গোটা দেশের সরকারি বেসরকারি হাসপাতালে পরিষেবা বন্ধ রাখার জন্য ডাক দিয়েছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। আরও পড়ুন, নবান্নে লাইভ কভারেজে হবে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক

এনআরএস হাসপাতালে আক্রান্ত জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করলেও সোমবার দেশ জুড়ে ধর্মঘটে সামিল হতে চাননি দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের ডাক্তাররা। কিন্তু সোমবার সকালেই এইমসের ট্রমা সেন্টার এক ডাক্তারকে মারধর করা হয় বলে অভিযোগ। তার পর উত্তাল হয়ে ওঠে এইমস। সোমবার দুপুর থেকে পরিষেবা বন্ধ রাখবেন তাঁরা। ‌‌