প্রতীকী ছবি (File Photo)

নয়াদিল্লিঃ চিকিৎসকের হাতে লেখা প্রেসক্রিপশন মিলিয়ে ওষুধপত্র বুঝে নিতে মাঝে মধ্যেই সমস্যায় পড়েন রোগীরা। অনেক সময়ই হাতের লেখা না বুঝতে পারার দরুন সমস্যার সম্মুখীন হতে হয়। রোগীদের অসুবিধার কথা মাথায় রেখে এবার এই ব্যাপারে বড় রায় দিল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। এবার চিকিৎসকদের স্পষ্ট হাতের লেখায় রোগীকে প্রেসক্রিপশন দেওয়া বাধ্যতামূলক করল আদালত। শুধু তাই নয়, প্রয়োজনে বড় ইংরেজী বড় হাতের অক্ষরে অর্থাৎ ক্যাপিটাল লেটারে প্রেসক্রিপশন লেখার পরামর্শ দেওয়া হয়েছে।

চিকিৎসকদের নয়া নির্দেশি দিল আদালত

এই বিষয়ে বিচারকদের পর্যবেক্ষণ, প্রেসক্রিপশনে কী লেখা রয়েছে তা সম্পূর্ণভাবে জানার অধিকার রয়েছে একজন রোগীর। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ ভারতীয় নাগরিকদের এই অধিকার দিয়েছে বলে উল্লেখ হাইকোর্টের। প্রেসক্রিপশনকে চিকিৎসার নথি হিসেবে গণ্য করতে হবে। তাই সহজসরল ভাষায়, পরিষ্কার হাতের লেখায় প্রেসক্রিপশন লিখতে হবে। এমনকী হাতের লেখা নিয়ে চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য জাতীয় মেডিক্যাল কমিশনকে বিশেষ নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এবার চিকিৎসকদের স্পষ্ট হাতের লেখায় প্রেসক্রিপশন লেখার নির্দেশ দিল হাইকোর্ট