রোগীকে না ছুঁয়ে ডাক্তার চিকিৎসা করবেন কিভাবে? সম্প্রতি এক মহিলাকে চিকিৎসা করাতে গিয়ে বাড়ির লোকের হাতে হেনস্থা হতে হয়েছিল এক ডাক্তারকে। সেই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের পক্ষ থেকে কেরালা হাইকোর্টে জামিনের আবেদন করা হলে তার অন্তবর্তী জামিনের আবেদন খারিজ করে কেরালার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বদরুদীন ।
যদিও অভিযুক্তের স্ত্রীর পক্ষ থেকে ডাক্তারের বিরুদ্ধে সম্মানহানির মামলা করা হয়েছে। তবে ডাক্তারকে মারধরের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে অন্তরবর্তী জামিনের বিরোধিতা করে ডাক্তারপক্ষের আইনজীবীরা।
তাদের বক্তব্য ডাক্তারদের ওপর যেভাবে অত্যাচারের ঘটনা বাড়ছে তাতে কাজ করার ক্ষেত্রে তারা বাধার সম্মুখীন হচ্ছেন। জামিন দিলে সমাজে তা এক ভয়ঙ্ক ট্রেন্ড তৈরি করতে পারে বলে জানান আইনজীবীরা।
সমস্ত দিক খতিয়ে দেখে অভিযুক্তের জামিন খারিজ করে আদালত। এর পাশাপাশি ডাক্তারেরা যাতে নিজেদের নেওয়া শপথ অনুযায়ী সাধারন মানুষের লেবা করেন সেই বিষয়েও আলোকপাত করেন বিচারক।
"Doctors cannot treat without touching patient": Kerala High Court refuses anticipatory bail to man who manhandled doctor for touching wife
report by @SaraSusanJiji https://t.co/Z0AW9QxRkr
— Bar & Bench (@barandbench) February 28, 2023