চেন্নাই: পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (Popular Front Of India) মতো নিষিদ্ধ করা হোক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকেও (Rashtriya Swayamsevak Sangh)
। তাহলে ভারতে কেউ আর ধর্মীয় গোঁড়ামি (Religious Superiority) ছড়াতে পারবে না বলেই মঙ্গলবার দাবি করলেন তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-এর মুখপাত্র টিকেএস এলানগোভান (DMK Spokesperson TKS Elangovan)।
এপ্রসঙ্গে তিনি বলেন, ৯০ শতাংশ মুসলিম (Muslim) সম্প্রদায়ের মানুষ পিএফআইকে (PFI) পছন্দ করেন না। ওরা তাই করত যা আরএসএস (RSS) করে। তাহলে কেউই যাতে দেশে ধর্মীয় গোঁড়ামি না ছড়াতে পারে তা সুনিশ্চিত করতে হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) একটি সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন, পিএফআই দেশে ধর্মীয় মৌলবাদ ছড়াচ্ছিল। তাদের নিষিদ্ধ করে ভারতকে (India) রক্ষা করেছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার তার জবাব দিতে গিয়ে এই মন্তব্য করেন ডিএমকে মুখপাত্র।