তামিলনাড়ুতে গত লোকসভার ফর্মুলাতেই ডিএমকে, কংগ্রেস জোটের আসন সমঝোতা পাকা হল। গতবারের মত এবারও কংগ্রেসকে ৯টি আসন ছাড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন। সঙ্গে কেন্দ্রশাসিত পুদুচারি লোকসভাতেও কংগ্রেসকে সমর্থন করবে ডিএমকে। এমন কথা ঘোষণা করলেন কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল। রাজ্যের ৩৯টি আসনেই INDIA-র প্রার্থীরা জয়ী হতে চলে বলে দাবি করলেন ভেনুগোপাল।
গত লোকসভায় ৯টি লোকসভা আসনে দাঁড়িয়ে ৮টি-তে জিতেছিল কংগ্রেস। আর ডিএমকে ২০টি আসনে প্রার্থী দিয়ে ২০টি-তেই জিতেছিল। তামিলনাড়ুর ৩৯টি লোকসভার মধ্যে ইন্ডিয়া জোটে ডিএমকে, কংগ্রেস ছাড়াও আছে স্থানীয় বেশ কয়েকটি দল। পুদুচেরিতে কংগ্রেসকে সমর্থন করবে ডিএমকে। প্রসঙ্গত, পুদুচেরিতে ২০১৯ লোকসভায় প্রায় ২ লক্ষ ভোটে জিতেছিলেন কংগ্রেস প্রার্থী।
দক্ষিণের এই রাজ্যে এখন ডিএমকে, কংগ্রেসের জোট সরকার চলছে। এবার তামিলনাড়ুতে এআইএডিএমকে-র সঙ্গ ছেড়ে একাই রাজ্যের সব কটা আসনে লড়তে চলা বিজেপি কতটা লড়াই করতে পারে সেটাই দেখার। প্রাক সমীক্ষায় দেখা গিয়েছে তামিলনাড়ুর ৩৯টি আসনের ৩৯টি-তেই ডিএমকে-র নেতৃত্বে জিততে পারে 'ইন্ডিয়া' জোট।