বিজেপি সাংসদ দিয়া কুমারী(Photo Credit: Twitter)

রাজসমন্দ, ১২ আগস্ট: অযোধ্যার রামমন্দির কাণ্ডে নয়া বিতর্ক উসকে দিলেন বিজেপির সাংসদ দিয়া কুমারী (Diya Kumari)। ভাগবান রামের পুত্র কুশের বংশধর তাঁরা। অযোধ্যা মামলার শুনানিতে শুক্রবার রামচন্দ্রের বংশধরদের অস্তিত্ব জানতে চেয়েছিল সুপ্রিমকোর্ট। রবিবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন দিয়া কুমারী। বলললেন, তাঁরা যে কুশের বংশধর, সে সম্পর্কে যাবতীয় তথ্যপ্রমাণ তাঁদের কাছে রয়েছে। সময় আসলে নিশ্চই তা প্রকাশ্যে আনবেন। শুক্রবার অযোধ্যা মামলার এক পক্ষ রাম লাল্লা বিরাজমান-এর পক্ষ থেকে আইনজীবী কে পরাশরণকে সুপ্রিম কোর্টের বিচারপতিদের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করেন, রঘুবংশের কোনও লোক কি এখনও অযোধ্যায় থাকেন? আরও পড়ুন-Congress: বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন সোনিয়া-রাহুল গান্ধী, বাকি নেতারাই নতুন সভাপতি বাছবেন

এই প্রশ্নের উত্তরে পরাশরণ বলেন, তাঁর কাছে এই মুহূর্তে কোনও তথ্য নেই। খুঁজে দেখতে হবে। তারপরেই নিজেদের রামের ছেলে কুশের বংশধর বলে দাবি করলেন বিজেপি সাংসদ। উল্লেখ্য, ১৯৯২ সালে বেশ কিছু হিন্দু সংগঠনের হাতে ধ্বংসপ্রাপ্ত হয় অযোধ্যার শতাব্দী প্রাচীন বাবরি মসজিদ। মূল রাম জন্মভূমির দাবিতেই এই ধ্বংস সাধন চলে। অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে রামমন্দির তৈরি করতে হবে। তারপর থেকেই এই মামলা সুপ্রিম কোর্টের অধীন। ওই ভূমির তিন প্রধান দাবিদার হল সুন্নি ওয়াকফ বোর্ড, রাম লাল্লা বিরাজমান ও নির্মোহী আখড়া। মাঝে আদালত চেষ্টা করেছিল, মধ্যস্থতাকারীদের সাহায্যে এই মামলার নিষ্পত্তি করার। কিন্তু কোনও সিদ্ধান্ত নিতে পারেননি মধ্যস্থতাকারীরা। অবশেষে দেশের শীর্ষ আদালত জানিয়েছে, এই মামলার শুনানি এবার থেকে প্রত্যেকদিনই হবে।

এই প্রসঙ্গে দিয়া কুমারী বলেন, “সুপ্রিম কোর্ট বলেছে, কোথায় ভগবান রামের বংশধর? ভগবান রামের বংশধররা গোটা পৃথিবী জুড়ে আছেন। আমরাই তো ভগবান রামের ছেলে কুশের বংশধর।” রাজস্থানের রাজ পরিবারের মেয়ে দিয়া জানান, তাঁদের পরিবারে বেশ কিছু পাণ্ডুলিপি, বই ও কাগজপত্র রয়েছে, যার থেকে প্রমাণিত হয় তাঁরা কুশের বংশধর। দরকার পড়লে সেই সব কাগজপত্র তিনি আদালতের সামনে পেশ করতে পারেন বলেও জানিয়েছেন। অবশ্য তার বদলে অযোধ্যায় রাম জন্মভূমির উপর কোনও দাবি তাঁদের নেই।