নতুন দিল্লি, ২৩ ডিসেম্বর: ফের ভয়াবহ আগুন (Fire) রাজধানী দিল্লিতে (Delhi)। উত্তর-পশ্চিম দিল্লির কিরারি (Kirara) এলাকায় একটি কাপড়ের গুদামঘরে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে ৯ জন মারা যায় এবং ১০ জন আহত হয়। আগুন লাগে রাত প্রায় ১২.৩০ টা নাগাদ। একটি তিন তলা বিল্ডিঙের নীচের তলায় এই গুদামঘরটি (Warehouse) ছিল। কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এমনকি একটা সিঁড়ি পর্যন্ত এখানে ছিল না। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিছুদিন আগে দিল্লির একটি লাগেজ ম্যানুফ্যাক্টরিং কারখানায় আগুন লাগে। এই কারখানাটি রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডিতে সংকীর্ণ গলির ভিতর অবস্থিত। আগুন লাগার দিন কারখানার ভিতর শ্রমিকরা ঘুমোচ্ছিলেন। ভোর ৫ টা নাগাদ আগুন লাগে। এরপর আগুন ভয়াবহ আকার ধারণ করে ৪৩ জন মারা গেছিলেন। আরও পড়ুন, হিংসায় জড়িত থাকার অভিযোগ, মালদার বাসিন্দা ৬ জনকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ
Delhi: Three people have died and 10 have been injured after a fire broke out in a cloth godown in Kirari at around 12:30 am, today. The fire has been doused and the injured have been admitted to hospital. pic.twitter.com/VDDQW0STAk
— ANI (@ANI) December 22, 2019
ঘটনাটির কিছুদিন কাটতে না কাটতেই আবার ভয়াবহ আগুন লাগল দিল্লিতে। এরকমই সংকীর্ণ গলির ভিতর গোটা শহরজুড়ে অবৈধভাবে ব্যবসা চালাচ্ছে। রাখা হচ্ছে না কোনও
অগ্নিনির্বাপণ ব্যবস্থাও। এই বিষয়ে সরকার কড়া পদক্ষেপ না নিলে ভবিষ্যতে দুর্ঘটনার বাড়তে পারে।