বিমানের টেইল স্ট্রাইকের কারণে ১ পাইলটকে ৩ মাসের জন্য সাসপেন্ড করল ডিজিসিএ। এর পাশাপাশি একজন সহপাইলটকে ১ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। ঘটনার সূত্রপাত ১৫ জুন বেঙ্গালুরু থেকে আহমেদাবাদ আসার ইন্ডিগো বিমানে।টেইল স্ট্রাইক হল আকাশে ওড়ার বা নামার সময় বিমানের শেষেদিকে আঘাত পাওয়া বা কোন কিছুতে ঘষে যাওয়া।
আহমদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশন্যাল বিমানবন্দরে ল্যান্ডিং করার সময় বিমানটি টেইল স্ট্রাইক নিয়ে ল্যান্ডিং করে। বিমানটি ভালভাবে অবতরন করে এবং যাত্রীদের সুরক্ষিত বলে ঘোষণা করা হয়। এবং যন্ত্রাংশের ত্রুটিবিচ্যুতি গুলিকে পরীক্ষা করা হয়। ঘটনার পূর্ণ তদন্ত শুরু করে ইন্ডিগো।
টেইল স্ট্রাইক হওয়ার কারণে অনেক সময় বিমান দুর্ঘটনার ঝুঁকি থেকে যায়।যার ফলে যাত্রীদের প্রাণহানির আশাঙ্কাও থাকে। তবে এই ধরনের ঘটনা এই প্রথম নয় এর আগে অনেকবারই প্রতিকূল আবহাওয়া হোক বা যন্ত্রাংশ জনিত কারনই হোক এই ধরনের ঘটনা ঘটেছে।
DGCA has suspended the license of IndiGo captain for three months and co-pilot for one month for landing in Ahmedabad with a tail strike. The incident occurred on June 15. pic.twitter.com/EcYxIjtdYH
— ANI (@ANI) July 26, 2023