নতুন দিল্লি, ২৭ ফেব্রুয়ারি: দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)-র গ্রেফতারি নিয়ে সোমবার, সারাদিন উত্তাল রাজধানীর রাজ্য রাজনীতি। দিল্লির রাস্তায় আম আদমি পার্টির কর্মী-সর্মথকরা বিক্ষোভে দাপিয়ে রাখলেন। সপ্তাহের প্রথম কাজের দিনে আপ সমর্থকদের রাস্তা আটকে বিক্ষোভে ভোগান্তিতে পড়েন নিত্য যাত্রীরা।
এদিকে, গতকাল রবিবার সন্ধ্যায় দীর্ঘ জেরার পর গ্রেফতারের পর মণীশ সিসোদিয়াকে এদিন সন্ধ্যায় দিল্লির রোজ অ্যাভিনিউ আদালতে পেশ করা হয়। সিবিআইয়ের আইনজীবীর আবেদন মেনে মণীশ সিসোদিয়াকে ৪ মার্চ পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। মদের দোকানের লাইসেন্সে অবৈধভাবে অর্থ পাওয়ার অভিযোগ ওঠা মণীশ সিসোদিয়াকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বেই তাঁকে হেফাজতে রাখতে চেয়েছিল সিবিআই। আরও পড়ুন-হোলির মাঝে অশ্লীল গান কিংবা স্লোগান শাস্তিযোগ্য অপরাধ হবে, নির্দেশ মুম্বই পুলিশের
তাঁর ডেপুটি মণীশের গ্রেফতারি নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কেজরি টুইটারে লিখলেন, আমি শুনেছি মণীশের গ্রেফতারি নিয়ে সিবিআইয়ের বেশীরভাগ অফিসাররাই একমত নন। অনেকেই সেটার বিরোধিতা করেছেন। ওদের সবার মণীশের ওপর গভীর শ্রদ্ধা আছে। পাশাপাশি ওর বিরুদ্ধে কোনও প্রমাণও নেই। কিন্তু রাজনৈতিক চাপের জন্য এবং তাদের রাজনৈতিক গুরুদের খুশি করার জন্য ওরা মণীশকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে।"
দেখুন টুইট
Delhi's Rouse Avenue Court sends Delhi Deputy CM Manish Sisodia to CBI remand till March 4 pic.twitter.com/emUQCqvKm2
— ANI (@ANI) February 27, 2023
প্রসঙ্গত, গত বছর মে মাসে অর্থ পাচার মামলায় অরবিন্দ কেজরিওয়াল মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছিল ইডি। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সতৈন্দর জৈন এখনও জেলেই আছেন।