নতুন দিল্লি, ২৫ ফেব্রুয়ারি: সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) নিয়ে মঙ্গলবার সকালে ফের উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী (Delhi)। এদিন সকালে মৌজপুর এবং ব্রহ্মপুরীতে ফের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। দুই পক্ষের মধ্যে শুরু হয় পাথরবৃষ্টি। জ্বালিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেলও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ)। দিল্লির উত্তেজক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বৈঠকের ডাক দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন বেলা বারোটায় দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (CM Arvind Kejriwal) এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। দিল্লির এই হিংসার ঘটনায় সাংবাদিক বৈঠকে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আর্জি জানান, যারা এই হিংসা ছড়াচ্ছে তাদের দ্রুত গ্রেফতার করা হোক। বন্ধ করে দেওয়া হোক সীমানা!
আজকের ঘটনায় ঘটনাস্থল থেকে উদ্ধার হয় কার্তুজের খোল। এলাকায় ফ্ল্যাগ মার্চ চালায় পুলিশ। শেষ তিন দিনে মৃতের সংখ্যা বেড়ে ৭। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিজের বাসভবনে স্থানীয় বিধায়ক ও অধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন দিল্লির মুখ্যমন্ত্রী। গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি পুলিশও। সিএএ সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করায় পাঁচটি মেট্রো স্টেশন (Metro Station) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। বন্ধ রাখা হয়েছে স্কুল। একাধিক জায়গায় জারি হয়েছে ১৪৪ ধারা। দিল্লির মন্দির-মসজিদগুলিতে শান্তিরক্ষার আবেদনও করেছেন তিনি। আরও পড়ুন: Donald Trump India Visit: 'অ্যামেরিকার জনগণ সার্বভৌম এবং অপূর্ব ভারতের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে', মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানানোর পর রাজঘাট লিখলেন ডোনাল্ড ট্রাম্প
ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, ভারত ও আমেরিকার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আলোচনায় বসবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এহেন পরিস্থিততে দিল্লির হিংসা (Delhi Violence) নিয়ে উদ্বিগ্ন সাউথ ব্লক।