নতুন দিল্লি, ২৫ ফেব্রুয়ারি: রাজঘাটে (Raj Ghat) মহাত্মা গান্ধির (Mahatma Gandhi) সমাধিতে শ্রদ্ধা জানালেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। পরে রাজঘাটে বৃক্ষরোপন করলেন ট্রাম্প ও মেলানিয়া। অ্যামেরিকার প্রেসিডেন্টকে গান্ধিজির মূর্তি উপহার দেওয়া হয়। রাজঘাটে ভিজিটর্স বুকে নিজেদের মন্তব্য লেখেন ট্রাম্প ও মেলানিয়া। ট্রাম্প লেখেন,"অ্যামেরিকার জনগণ সার্বভৌম এবং অপূর্ব ভারতের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে- মহান মহাত্মা গান্ধির দূরদৃষ্টি। এটি একটি অসাধারণ সম্মান!"
সকালে রাইসিনা হিলে সস্ত্রীক অ্যামেরিকার রাষ্ট্রপতিকে রাজকীয় সম্মানে অভ্যর্থনা জানালেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সবীতাদেবী। ট্রাম্পকে গার্ড অফ অনার দেওয়া হয়। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শংকর। ডোনাল্ড ট্রাম্পকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয় দেশের তিন সেনার তরফে। আরও পড়ুন: Tushar Gandhi On Donald Trump: 'সবরমতী আশ্রমে গিয়ে ডোনাল্ড ট্রাম্প সার্থক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন বলে মনে হয়নি', বললেন মহাত্মা গান্ধির নাতি
#WATCH Delhi: US President Donald Trump & First Lady Melania Trump pay tribute to Mahatma Gandhi at Raj Ghat. pic.twitter.com/BGrJL4DHLq
— ANI (@ANI) February 25, 2020
বর্তমানে ট্রাম্প ও মেলানিয়া পৌঁছেছেন হায়দরাবাদ হাউসে। সেখান নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক রয়েছে ট্রাম্পের। তারপর দু'দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আরও একদফা আলোচনা। সেখানেই হবে সামরিকসহ একাধিক চুক্তি। গতকাল মোতেরা স্টেডিয়ামে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ভারতের সঙ্গে ৩০০ কোটি ডলার প্রতিরক্ষা চুক্তি করতে চলেছে আমেরিকা। অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ভারতকে দেওয়া হবে বলে জানান তিনি।