Representational Image (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ চোখে ছিল একরাশ স্বপ্ন। কিন্তু আইপিএস IIPS) হওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়াল মানসিক অবসাদ (Depression)। শেষমেশ বাবা-মার কাছে ক্ষমা চেয়ে আত্মহত্যার (Suicide)পথ বেছে নিলেন এক ইউপিএসসি পড়ুয়া (UPSC Aspirants)। মহারাষ্ট্র(Maharashtra) থেকে যুবতী। তিনবার পরীক্ষা দিয়েও সাফল্য আসেনি। ফলে ক্রমে তাঁকে গ্রাস করতে থাকে মানসিক অবসাদ। যার জেরে শেষমেশ স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নেন তিনি। তাঁর ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। যাতে লেখা, "মামি-পাপা আমি আর পারছিলাম না। শুধুই সমস্যা জীবনে। কোনও শান্তি নেই। অবসাদ থেকে বেরিয়ে আসার সবরকম চেষ্টা করেছি। কিন্তু, পারলাম না। আমায় ক্ষমা করো।"ওই তরুণীর এক বান্ধবী সংবাদ মাধ্যমকে জানান, একাধিক সমস্যা ছিল মৃত পড়ুয়ার জীবনে। তিনি বলেন, "তিনবার পরীক্ষা দিয়েছিল। পাশ করতে পারেনি। ফলে মানসিক চাপ বাড়ছিল। সেই সঙ্গে বাড়তে থাকে আর্থিক চাপও। আর সহ্য করতে না পেরে আত্মহত্যা করল।" এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করছে পুলিশ। এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।