নতুন দিল্লি, ১৯ জুলাই: দিল্লিতে (Delhi) প্রবল বৃষ্টিতে (Rainfall) বিস্তীর্ন এলাকায় জমে গেছে জল। যার ফলে ব্যাহত যান চলাচল। কিছু কিছু জায়গায় বাড়ির একতলা ডুবে গেছে। রবিবার দিল্লির আইটিও এলাকায় (ITO Area) আন্না নগরের (Anna Nagar) এক বস্তিতে নালার জলের তোড়ে ভেসে যায় একটি বাড়ি। বাড়িটির নির্মাণের কাজ চলছিল। প্রবল বৃষ্টিতে নালা ভরে যায়, জলের স্রোত এত বেশি জোরে আসতে থাকে যে পাশে থাকা বাড়িটি পুরো দুমড়ে মুচড়ে ভেসে যায়। তবে বাড়িতে কেউ উপস্থিত ছিল না বলে হতাহতের খবর মেলেনি। এরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল বাহিনী ও কেন্দ্রীয় দুর্ঘটনা এবং ট্রমা পরিষেবা বাহিনী।
#WATCH Delhi: A house collapsed in the slum area of Anna Nagar near ITO today following heavy rainfall. No one was present in the house at the time of the incident. Centralised Accident and Trauma Services (CATS) and fire engines are present at the spot. pic.twitter.com/IwS5X08nps
— ANI (@ANI) July 19, 2020
অন্যদিকে দিল্লি এনসিআরে আজ সকালে মিন্টো ব্রিজের (Mintoo Bridge) কাছ থেকে একটজন ৬০ বছর বয়সী বৃদ্ধের দেহ উদ্ধার হয়। জলের মধ্যে আটকে পড়ে একটি বাসও। প্রায় ডুবে যায় বাসটি। ওই ব্রিজের তলা থেকেই ৬০ বছরের বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে রামনিবাস মিনা নাম একজন ট্র্যাকম্যান। তিনি জানান, "আমি ট্র্যাকে কাজ করছিলাম, তখন জলে একটি দেহ ভাসতে দেখি। নিচে এসে, সাঁতরে দেহটি উদ্ধার করি।"
রাতভর বৃষ্টিতে দিল্লি এনসিআরের নিচু এলাকাগুলিতে জল জমতে শুরু করে। কিছু এলাকায় জল এতটাই জমে যায় যে বন্ধ হয়ে যায় রাস্তা। আদমপুর, হিসার, হাঁসি, জিন্দ, গোহনা, গান্নুর, বারুত, রোহতক, সোনিপত ও বাগপাতে জল জমে যায়। সকাল সাড়ে ৫ টা পর্যন্ত সফদরজঙ্গে ৪.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
আইএমডির আঞ্চলিক পূর্বাভাস কেন্দ্রের প্রধান কুলদীপ শ্রীবাস্তব জানান, আগামী ২১ জুলাই পর্যন্ত দিল্লিতে বজ্র বিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিপাত হবে। দিল্লি এনসিআর প্রবল বর্ষণের সাক্ষী থাকবে। যারফলে ব্যাহত হবে জনজীবন।