দেশের সাত কুস্তিগিরের আনা যৌন হেনস্থা ও নিগ্রহ কাণ্ডের তদন্তে বিজেপি সাংসদ তথা কুস্তি কর্তা ব্রিজ ভূষণ শরণ সিংয়ের উত্তরপ্রদেশের বাড়িতে হানা দিল দিল্লি পুলিশ। ব্রিজ ভূষণের বাড়িতে গিয়ে তার সহকারী, কর্মীদের দীর্ঘক্ষণ জেরা চালায় দিল্লির পুলিশের কর্তারা। তাদের বয়ান রেকর্ড করেন তদন্তকারীর পুলিশ আধিকারিকরা। ব্রিজ ভূষণের ব্যবহার, আচরণ কেমন তা জানতে চাওয়া হয়। এখানেই উঠছে প্রশ্ন! তাহলে কি এবার ব্রিজ ভূষণকে গ্রেফতার করা হবে?
রবিবার রাতে আন্দোলনরত কুস্তিগিরদের সঙ্গে বৈঠকে বসে ব্রিজ ভূষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের সঙ্গে বৈঠকের পর আন্দোলন থেকে সরে না এলেও কাজে যোগ দিয়েছেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া-রা। ব্রিজ ভূষণের ওপর খুশি নয় তার দলও। বিজেপির ভাবমূর্তি ব্রিজ কাণ্ডে ক্ষুণ্ণ হচ্ছে বলে তার মাথার ওপর থেকে দলের একটা বড় অংশের আশীর্বাদের হাত সরছে।
দেখুন টুইট
Delhi Police visits WFI chief's UP home, records statements of associates, employeeshttps://t.co/At5bo4QiPi pic.twitter.com/CTOUrzRWzM
— Press Trust of India (@PTI_News) June 6, 2023
তাই কি তদন্তে গতি বাড়িতে ব্রিজের বাড়িতে হানা দিল দিল্লি পুলিশ। আন্দোলনের চাপে, আদালতের নির্দেশ ব্রিজ ভূষণের বিরুদ্ধে পসোক আইন সহ মোট দুটি এফআইআর দায়ের করা হয়। কিন্তু তারপরেও বিজেপির এই দাপুটে সাংসদকে গ্রেফতার করার সাহস দেখাতে পারেনি দিল্লি পুলিশ। এদিকে, সাক্ষী মালিকদের আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়ছে। দেশজুড়ে সহানুভূতিও পাচ্ছেন সাক্ষীরা। নয়া সংসদ ভবন উদ্বোধনের দিন সাক্ষীদের ওপর পুলিশের নির্যাতন, গঙ্গায় পদক ছুড়তে যাওয়ার মত ঘটনায় ব্রিজ ভূষণের জন্য বিজেপি কোণঠাসা হচ্ছে।