অস্কার প্রাপ্ত ডকুমেন্টারি ফিল্ম  ' দ্য এলিফ্যান্ট হুইশপার্স' এর প্রযোজক গুনিত মঙ্গা এবং পরিচালক কার্তিকি গনজালভেজের সঙ্গে সাক্ষাৎ করলেন নরেন্দ্র মোদী।

একটি টুইটের মাধ্যমে তিনি জানান, ছবিটির ঔজ্বল্য এবং সফলতা সারা বিশ্বের নজর কেড়েছে ।আজকে সেই ছবির সঙ্গে যুক্ত দুজনের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলাম।তাঁরা ভারতকে গর্বিত করেছে বলে জানান তিনি।