Air India Flight (Photo Credits: Wikimedia Commons)

নয়াদিল্লি, ১৭ জুনঃ একদিনে পরপর দুটি এয়ার ইন্ডিয়ার বিমান যাত্রা বাতিল। আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানের এবার দিল্লি থেকে প্যারিসের ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া (Air India)। শেষ মুহূর্তে এসে দুটি বিমান যাত্রাই বাতিল করা হয়েছে। যার জেরে ভোগান্তিতে বহু যাত্রী। সদ্য এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার পরে একদিনে সংস্থার দুটি আন্তর্জাতিক উড়ান বাতিল হওয়ার ফলে বিষয়টি ভাবাচ্ছে যাত্রীদের।

আরও পড়ুনঃ আর ঝুঁকি নয়, মঙ্গলে আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান আচমকাই বাতিল, দুর্ঘটনার আশঙ্কা করেছিলেন পাইলট?

১৭ জুন, মঙ্গলবার দিল্লি থেকে প্যারিসের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই ১৪৩ বিমানটি (Delhi-Paris Air India Flight)। কিন্তু শেষ মুহূর্তে হঠাৎই ফ্লাইটটি বাতিল করার ঘোষণা করে বিমান সংস্থা। এয়ার ইন্ডিয়ার মুখপাত্রের তরফে জানানো হয়েছে, প্রাক-উড়ান পরীক্ষার সময়ে বিমানে কিছু সমস্যা ধরা পড়ে। এরপরেই যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। আচমকা বিমান বাতিলের জন্যে যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে এয়ার ইন্ডিয়া। সংস্থার তরফে জানানো হয়েছে, 'যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও যাত্রীরা যদি টিকিটের অর্থ ফেরত চান, তাও সম্পূর্ণ ফিরিয়ে দেওয়া হবে'। বিমানের সমস্যা সমাধানের কাজ চলছে।

আহমেদাবাদ-লন্ডনের পর দিল্লি-প্যারিস এয়ার ইন্ডিয়ার বিমান বাতিল

এদিকে মঙ্গলবার দিল্লি থেকে প্যারিসের এআই ১৪৩ বিমানটি বাতিল হওয়ার ফলে বুধবার, ১৮ জুন প্যারিস থেকে দিল্লি আসার এআই ১৪২ বিমানটিও বাতিল করতে হয়েছে।

মঙ্গলবার, ১৭ জুন আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই ১৫৯ বিমান। সেটিও শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির জেরে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি-প্যারিস উড়ানের ক্ষেত্রেও তেমন কিছুই হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গত ১২ জুন আহমেদাবাদে ঘটে যাওয়া বীভৎস বিমান দুর্ঘটনার (Air India Plane Crash) পর কোনরকম ঝুঁকি নিতে রাজি নন পাইলটরা। তাই বিমানে নূন্যতম সমস্যা দেখলেও যাত্রা বাতিল করে দিচ্ছে এয়ার ইন্ডিয়া।