Air India Flight (Photo Credits: Wikimedia Commons)

আহমেদাবাদ, ১৭ জুনঃ আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমান আচমকাই বাতিল করে দিল এয়ার ইন্ডিয়া (Air India)। মঙ্গলবার, ১৭ জুন আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই ১৫৯ বিমানটির। কিন্তু শেষ মুহূর্তে এসে হঠাৎই বিমান সংস্থার তরফে জানানো হয়, লন্ডনগামী এআই ১৫৯ বিমানটি বাতিল করে দেওয়া হয়েছে। বিমানে তুলেও নামিয়ে আনা হয় যাত্রীদের। এইভাবে বিমান বাতিল করে দেওয়ার জেরে চরম ভোগান্তিতে যাত্রীরা।

আরও পড়ুনঃ রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ

আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান আচমকাই বাতিল

ফ্লাইট বাতিল হওয়ার কোন কারণ তৎক্ষণাৎ যাত্রীদের জানানো হয়নি। তবে সংবাদ সংস্থা পিটিআই-কে এয়ার ইন্ডিয়ার একজন কর্মকর্তা এই প্রসঙ্গে জানান, এআই ১৫৯ বিমানটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির জেরে উড়ানটি আজকের জন্যে বাতিল করে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছিল এই সমস্যার সমাধান করা সম্ভব। কিন্তু যখন বুঝতে পারলাম যে এই কারিগরি ত্রুটি তাৎক্ষণিকভাবে সংশোধন করা সম্ভব নয়, তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নেওয়া হয় এবং উড়ান আজকের জন্যে বাতিল করা হয়। বিমান থেকে সমস্ত যাত্রীদের নামিয়ে আনা হয়েছে।

গত ১২ জুন আহমেদাবাদে ঘটে যাওয়া বীভৎস বিমান দুর্ঘটনার (Air India Plane Crash) পর কোনরকম ঝুঁকি নিতে চাইছেন না পাইলটরা। সেদিনও সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমান লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু যাত্রা শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে বিপত্তি। পাইলট, ক্রু এবং যাত্রী মিলিয়ে ২৪২ জনকে নিয়ে আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়া এআই ১৭১। ভয়াবহ এই বিমান দুর্ঘটনার জেরে মৃতের সংখ্যা প্রায় ৩০০ ছুঁইছুঁই।