K Kavitha (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২৬ মার্চ: জামিন পেলেন না কে কবিতা (K Kavitha)। আবগারি দুর্নীতি মামলায় এবার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় বিআরএস (BRS) নেত্রী কে কবিতাকে। ফলে আগামী ৯ এপ্রিল পর্যন্ত কে কবিতা জেল হেফাজতে থাকছেন বলে জানা যাচ্ছে। গত ১৫ মার্চ কে কবিতাকে গ্রেফতার করে ইডি। আবগারি দুর্নীতি মামলায় বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কবিতার গ্রেফতারির পর বর্তমানে বিআরএস নেত্রীকে দিল্লির তিহাড় জেলে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর।

আরও পড়ুন: Liquor Policy: 'দুর্নীতির প্যানডোরার বাক্স খুলবে', আবগারী দুর্নীতিতে কবিতার গ্রেফতারিতে মন্তব্য সুকেশের

মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিউ কোর্টে তোলা হয় কে কবিতাকে। রাউস অ্যানিউ কোর্টে কবিতাকে তোলার পর তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে রাখা হবে বলে নির্দেশ দেওয়া হয়। যা নিয়ে রাজনৈতিক মহলে ফের জোরাল চর্চা শুরু হয়েছে।