IndiGo Flight (Photo Credits: Wikimedia Commons)

নয়াদিল্লিঃ নির্ধারিত সময়ে শুরু বোর্ডিং। সবশেষে বিমান (Flight) ছাড়ার অপেক্ষা। এমনসময় ঘটল অঘটন। বিমানের কেবিনজুড়ে তাণ্ডব চালাল ইঁদুর। ছোট্ট 'অতিথি' -এর তাণ্ডবের জেরে তিন ঘণ্টা পর ছাড়ল বিমান।রবিবার, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর বিমানবন্দরে। এদিন দুপুর ২ টো ৫৫ মিনিটে ছাড়ার কথা ছিল দিল্লিগামী ইন্ডিগো বিমানের। সেই মতো বিমানে উঠে পড়েছিলেন ১৪০ জন যাত্রী। হঠাৎই এক যাত্রী বিমানের ভিতর একটি ইঁদুর দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি বিমান সেবিকাকে জানান তিনি। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সঙ্গে সঙ্গে সবাইকে নিরাপদে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয় কর্তৃপক্ষের তরফে।

বিমানের কেবিনে ঢুকে পড়ল ইঁদুর

এরপর ইঁদুর ধরতে নেমে পড়েন বিমানকর্মীরা। দেড় ঘণ্টা ধরে চলে ইঁদুর ধরার লড়াই। অবশেষে উদ্ধার হয় ইঁদুরটি। এরপর সন্ধ্যা ৬ টা ৩ মিনিটে কানপুর থেকে দিল্লির উদ্দেশ্য়ে রওনা দেন বিমানটি। উল্লেখ্য, গত ২৫ জুন একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইটে একই ধরনের ঘটনা ঘটেছিল। মুম্বই থেকে ব্যাংককগামী ফ্লাইটের পাখার ভিতরে একটি পাখির বাসা পাওয়া যায়। সেই কারণে তিন ঘণ্টারও বেশি সময় পরে  গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটি।

বিমানের কেবিনে ইঁদুরের তাণ্ডব, ৩ ঘণ্টা দেরিতে ছাড়ল বিমান