রমের জেরে দিল্লিতে দু'দিনে ৫ জনের মৃত্যু (ছবিঃANI)

নয়াদিল্লিঃ গরমের সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে গিয়েছে দিল্লিতে (Delhi)। তাপমাত্রা ছুঁয়েছে ৫০ ডিগ্রি। গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। তাপপ্রবাহের (Heat Wave) সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হিটস্ট্রোকের (Heat Stroke) ঘটনা। বিগত দু'দিনে হিটস্ট্রোকে পাঁচজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে লাইফ সাপোর্ট (Life Support) দিয়ে রাখা হয়েছে। রাজ্য হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডঃ অজয় ​​শুক্লা বলেছেন, " ২২ জনকে হিটস্ট্রোকের জন্য ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে পাঁচজন রোগী মারা গিয়েছেন এবং ১২ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।" হিটস্ট্রোক সম্পর্কে সচেতনতা ছড়ানো দরকার বলে মনে করছেন ডঃ শুক্লা। তাঁর কথায় "আমাদের মানুষকে শিক্ষিত করতে হবে। হাসপাতালে ছুটে যাওয়ার পরিবর্তে, যদি বোঝেন কারও হিটস্ট্রোক হচ্ছে তাঁকে সঙ্গে-সঙ্গে ঠাণ্ডা জায়গায় নিয়ে যান। জল, বরফ দিন। আগে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিন, তারপরে হাসপাতালে নিয়ে আসুন পারলে। তাহলে অনেক মানুষ প্রাণে বাঁচবেন।" মঙ্গলবার দিল্লির তাপমাত্রা  ৫০ ডিগ্রি ছুঁয়েছে। আর মঙ্গলবার রাতে তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি। যা বিগত ১২ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে দিল্লি। দিল্লিবাসীর একাংশর দাবি, ঘণ্টার পর ঘণ্টা এসি চালিয়েও ঠাণ্ডা করা যাচ্ছে না ঘর। ফ্রিজেও ঠাণ্ডা হচ্ছে না জল। বাইরে বের হওয়া দায় হয়ে দাঁড়িয়েছে।

এই খবরটিও পড়ুনঃ কাজ করছে না এসি, ফুটছে ফ্রিজের জল, ১২ বছরের রেকর্ড ভেঙে দিল রাতের দিল্লির তাপমাত্রা