দূষণে দিল্লি (Photo Credit: ANI)

নতুন দিল্লি, ৪ নভেম্বর: দিল্লিতে বায়ুদূষণ মারাত্মক জায়গায় চলে গিয়েছে। রাজধানীর আকাশে বাতাসে দূষণের কুয়াশা, চোখ জ্বালা করছে। আর দূষণের কারণে দিল্লিতে ফিরল 'ওয়ার্ক ফ্রম হোম'-এর নিয়ম। মানুষ ঘর থেকে কাজ করলে দূষণ কমবে, দূষণের ক্ষতিকারক দিকও এড়ানো যাবে। এই জন্য দিল্লি সরকার ৫০ শতাংশ সরকারী কর্মীদের অফিসে না গিয়ে, ঘরে বসেই অফিসের সব কাজ করার নির্দেশ দিল। আগামী এক সপ্তাহ এই নিয়ম চলবে। দূষণ না কমলে ওয়ার্ক ফ্রম হোম

পাশাপাশি দূষণ দাওয়াইয়ে দিল্লির বেসরকারী অফিসগুলিকেও 'ওয়ার্ক ফ্রম হোম' শুরু করার কথা বলল দিল্লি সরকার। দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই এ কথা জানালেন। আরও পড়ুন-বিচ্ছেদের আবেদন করতে স্বামীর অনুমতির প্রয়োজন নেই মুসলিম মহিলাদের, জানাল কেরল হাইকোর্ট

দেখুন টুইট

এদিকে, দিল্লিতে দূষণের পিছনে একটা বড় কার পঞ্জাবের কৃষকদের খড়কুটো পড়ানোর রীতি। পঞ্জাবে এখন আপ সরকার। তাই কেজরিওয়াল আগে এই নিয়ে খড়্গহস্ত হলেও এখন বলছেন, দূষণ শুধু দিল্লি নয় গোটা উত্তর ভারতের সমস্যা। এখন দোষারোপের পালা নয়। এখন সময় দূষণ আটকাতে একসঙ্গে কাজ করে। সেই সঙ্গে পঞ্জাবে খড়কুটো জ্বালানোর দায় নিজের কাঁধেও নিলেন আপ প্রধান। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-কে পাশে বসিয়ে কেজরি দিল্লির দূষণ নিয়ে নিয়ে এই কথা বলেন।