Kerala Highcourt (Photo Credit: Wikipedia)

তিরুবনন্তপুরম, ৪ নভেম্বর: বিচ্ছেদের জন্য এবার থেকে আর স্বামীদের অনুমতি লাগবে না মুসিলম (Muslim) মহিলাদের। ইসলামিক আইন অনুযায়ী এবার থেকে আর মুসলিম মহিলারা বিচ্ছেদের আবেদন করতে চাইলে স্বামীদের অনুমতির প্রয়োজন হবে না। এমনই নির্দেশ দেওয়া হল কেরল হাইকোর্টের তরফে। মুসলিম মহিলাদের অধিকার রয়েছে, বিচ্ছেদের আবেদন করার। কোনও স্বামী যদি বিচ্ছেদের বিষয়ে রাজি না হন, তাহলেও স্ত্রীকে আটকানো যাবে না। ইচ্ছে করলেই স্ত্রী বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করতে পারবেন বলে কেরল হাইকোর্টের তরফে জানানো হয়।

কেরল হাইকোর্টের (Kerala High Court) বিচারক মহম্মদ মুস্তাক এবং সি এল ডিয়াসের ডিভিশন বেঞ্চে অনুযায়ী মুসলিম মহিলাদের বিচ্ছেদ সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়। মুসলিম মহিলাদের অধিকার সংক্রমণ করতেই কেরল আদালতের তরফে এই যুগান্তকারী নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

বিচ্ছেদ নিয়ে মুসলিম মহিলাদের অধিকার সংরক্ষিত করতে কেরল হাইকোর্টের তরফে ৫৯ পাতার রায় দেওয়া হয়।