যমুনা নদীতে জল ছাড়া নিয়ে এবার প্রশ্ন তুলে দিল আপ। আপের রাজস্ব দফতরের মন্ত্রী অতিসি জানান হাতনিকুন্ড জলাধার থেকে যে জল ছাড়া হয় তা তিনটি রাজ্যে পাঠানো যায়। কিন্তু সেই জল শুধুমাত্র দিল্লিতেই পাঠানো হচ্ছে। এই অভিযোগ তোলেন তিনি।
উত্তরপ্রদেশ ও হরিয়ানাতে জল না ছেড়ে শুধুমাত্র দিল্লিতে জল ছাড়ার কারণ হিসেবে অতিসি জানান এই দুটি রাজ্য বিজেপি শাসিত হওয়ার কারণেই দিল্লিকে টার্গেট করা হচ্ছে বলে মত তাঁর। এই পরিস্থিতির জন্য বিজেপিকেই দায়ী করেন তিনি।
যমুনা নদীতে জলের পরিমাণ বাড়ছে যার কারণবশত দিল্লির আশেপাশের এলাকাগুলি জলমগ্ন হতে শুরু করেছে। বিপদ সীমার ওপর দিয়ে বইছে যমুনা নদীর জল। এই পরিস্থিতিতে দিল্লির সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
#WATCH | From Hathnikund, water goes to 3 places Delhi, Haryana and UP. Even though in Delhi the water level was crossing the danger mark, not a single drop of water was diverted to Haryana & UP, why? Was it because these 2 states are BJP ruled? BJP must answer...was this a… pic.twitter.com/cES8HIiTL8
— ANI (@ANI) July 16, 2023