Delhi Fire Incident: উপহার সিনেমা থেকে করলবাগ, এক নজরে দিল্লির ভয়াবহ অগ্নিকাণ্ড
(Photo: IANS)

নতুন দিল্লি, ৮ ডিসেম্বর: আজ ভোর ৫টা নাগাদ দিল্লির (Delhi) রানি ঝাঁসি রোডের (Rani Jhansi Road) আনাজ মান্ডিতে (Anaj Mandi) একটি চামড়া কারখানায় (Factory) আগুন (Fire) লাগে। কিছুক্ষণ পর আগুন ভয়াবহ আকার ধারণ করে। কারখানার ভিতরে শ্রমিকরা ঘুমোচ্ছিলেন। এখনও পর্যন্ত ৪৩ জন মৃত (Dead) বলে সরকারি তরফে জানানো হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনা আরও একবার দিল্লিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। কারণ এর আগেও কয়েকটি বড় আগুন লাগার ঘটনা ঘটেছে দিল্লিতে। তাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষিতি হয়েছে। এই প্রতিবেদনে আমরা দিল্লিতে ঘটা বড় বড় আগুন লাগার ঘটনার দিকে ফিরে তাকাব।

১৭ নভেম্বর : নারেলা এলাকার একটি জুতোর দোকানে আগুন লাগে। তাতে একজনের মৃত্যু হয়। আরও পড়ুন: Delhi Fire Incident: দিল্লিতে চামড়া কারাখানায় আগুন, পলাতক বিল্ডিং মালিকের নামে মামলা রুজু

১ অক্টোবর : ঝালাইয়ের কাজে যে গ্যাস ব্যবহার করা হয়। সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর একটি কারখানায় আগুন লেগে যায়। তাতে একজনের মৃত্যু হয়। আহত হন আরও একজন।

৬ অগাস্ট : দক্ষিণ-পূর্ব দিল্লির জাকির নগরে একটি বহুতলে আগুন লাগে। এক শিশুসহ মৃত্যু হয় ৬ জনের। আহত হন ১০ জন।

১৩ জুলাই : ঝিলমিল শিল্পতালুকে একটি চামড়ার কারখানায় আগুন লাগে। তাতে ৩ জনের মৃত্যু হয়।

২৬ জুন : দিল্লির নারেলা এলাকায় একটি দোকানে আগুন লেগে ৭ জন আহত হন।

২৬ মার্চ : দক্ষিণ দিল্লির সাহিন এলাকায় চারতলা বিল্ডিংয়ে আগুন লাগে। তাতে ২ জন নাবালকের মৃত্যু হয়।

১৩ ফেব্রুয়ারি : দিল্লির পশ্চিম পুরি এলাকায় একটি বস্তিতে আগুন লাগে। অন্তত ২৫০টি ঝুপড়ি ভস্মীভূত হয়ে যায়।

১২ ফেব্রুয়ারি : ফেব্রুয়ারিতে দিল্লির করল বাগ এলাকায় একটি হোটেলে আগুন লাগে। তাতে ১৭ জনের মৃত্যু হয়। তদন্তে উঠে আসে যে ওই হোটেলে অগ্নি নির্বাপণ ব্যবস্থা সঠিক ছিল না। এরপরই দিল্লি পুলিশ আরও ২৭টি হোটেলের ফায়ার সেফটি সার্টিফিকেট বাতিল করে।

২০১৮ সালের ১৯ নভেম্বর : করলবাগের একটি কারখানায় আগুন লাগে। তাতে ৪ জনের মৃত্যু হয়। গুরুতর জখম হন একজন।

২৩ এপ্রিল : সহদরা পার্কে বস্তিতে আগুন লাগে। তাতে একটি নাবালিকার মৃত্যু হয়। অন্তত ৩০০টি কুঁড়ে পুড়ে ছাই হয়ে যায়।

১৩ এপ্রিল : কোহাত এনক্লেভ নামের একটি বহুতলে আগুন লাগে। তাতে মৃত্যু হয় একই পরিবারের ৪ জনের।

২০ জানুয়ারি : ভাবনা শিল্পতালুকে বাজি কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। তাতে ১০ মহিলাসহ ১৭ জনের মৃত্যু হয়।

২০১১ সালের ২০ নভেম্বর : পূর্ব দিল্লির নন্দনগরিতে একটি অনুষ্ঠান বাড়িতে আগুন লাগে। তাতে ১৪ জন প্রাণ হারান। অন্তত ৩০ জন আহত হন।

১৯৯৭ সালের ১৩ জুন : বর্ডার সিনেমার স্ক্রিনিং চলাকালীন দিল্লির উপহার সিনেমা হলে আগুন লাগে। মৃত্যু হয় ৫৯ জনের। একশোরও বেশি মানুষ আহত হন।