দিল্লি, ২৫ জুন: আবগারী দুর্নীতি মামলায় (Delhi Excise Policy Case) জামিন পেলেন না অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। রাউস অ্যাভিনিউ কোর্টের তরফে কেজরিওয়ালের জামিন নিয়ে যে রায় দেওয়া হয়, দিল্লি হাইকোর্ট তা বহাল রাখা হয়নি। ট্রায়াল কোর্টের রায় স্থগিত করে দেয় দিল্লি হাইকোর্ট। ফলে আবগারি দুর্নীতি মামলায় আপাতত তিহাড়েই থাকতেে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে রায় দেওয়ার সময় সংশ্লিষ্ট মামলার নথি ট্রায়াল কোর্ট ভালভাবে খতিয়ে দেখেনি বলেও মত প্রকাশ করা হয় দিল্লি হাইকোর্টের তরফে। আর সেই কারণেই এবার দিল্লির মুখ্য়মন্ত্রীর জামিন খারিজ করা হচ্ছে বলে জানানো হয় হাইকোর্টের তরফে।
গত সপ্তাহে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করে। তবে কেজরির জামিনের নথি এবং নির্দেশ ট্রায়াল কোর্টের ওয়েবসাইটে প্রকাশ পাওয়ার আগে বিষয়টি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যা নিয়ে তোপ দাগেন অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল।