নয়াদিল্লিঃ রাজধানীর বুকে ঘটে গেল এক অবাক করা ঘটনা। এক ৪৯ বছরের মহিলার নিতম্ব থেকে ছুঁচ (Needle) বের করলেন চিকিৎসকরা। ৩ বছরের আগে সেলাই করতে গিয়ে নিতম্বে ছুঁচ ঢুকে গিয়েছিল রাম্ভা দেবীর। সেলাই করতে-করতে বিছানার উপর ছুঁচ রেখেছিলেন। পরে অসাবধানতার বশে তাতেই বসে পড়েন। ছুঁচটি নিতম্বের পেশীতে (Hip Muscle) গেঁথে যায়। দীর্ঘদিন ধরে এটি বের করার চেষ্টা করা হয়, তবে কোনও ফল হয়নি। টানা ৩ বছর ধরে কষ্ট পেয়েছেন বছর ৪৯ এর এই ভদ্রমহিলা। অনেক চেষ্টার পর কোনও সুরাহা না হওয়ায় একপ্রকার হাল ছেড়ে দেন। অবশেষে এই অসহ্য যন্ত্রণা থেকে তাঁকে মুক্তি দিলেন দিল্লির গঙ্গারাম হাসপাতালের (Gangaram Hospital) চিকিৎসকেরা (Doctors) ।
In Rare Case, Doctors Remove Needle Stuck In Woman's Hip For 3 Years https://t.co/8zILK4PJL3
— NDTV (@ndtv) May 26, 2024
৩ বছর পর অস্ত্রোপচার করে ছুঁচটি বের করেছেন তাঁরা। সম্পূর্ণ গোটা অবস্থায় ছুঁচটি শরীর থেকে বের করতে সফল হয়েছেন গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকেরা। সফল অস্ত্রোপচারের পর ডঃ তরুণ মিত্তল বলেন, "ছুঁচটি কোন জায়গায় রয়েছে তা নিশ্চিত করা কঠিন ছিল। তারপর আমি ও আমার টিম মিলে সেটি আগে খুঁজে বের করি। তারপর সফল ভাবে এটিকে অপসারণ করতে পেরেছি আমরা। ব্যাপারটা কম জটিল ছিল না। তবে আমারা এতে সফল হয়েছি।" এখানেই শেষ নয়, "সঠিক সময়ে চিকিৎসা করা দরকার, এই ঘটনাটি চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিয়েছে" যোগ করেন শেষে।