Photo Credit Twiter

বাদল অধিবেশনেই কি পেশ করা হবে দিল্লি বিল। এই প্রশ্নই যখন ঘুরপাক খাচ্ছে ঠিক তখনই কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল আপাতত সংসদে উঠছে না দিল্লি অর্ডিন্যান্স বিল।

এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, "আমরা আপনাদের জানিয়ে দেব যখন বিষয়টি তোলা হবে, এটি আজকের বিষয়গুলির মধ্যে নেই, " এরপাশাপাশি সরকারের বিরুদ্ধে আনান অনাস্থা প্রস্তাব নিয়ে তিনি জানন যে এটি লোকসভাব স্থাপন করা হয়েছে সেই দিন থেকে ১০ দিনের মধ্যে লোকসভায় অনাস্থা নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘাওয়ালও দিল্লি অর্ডিন্যান্স বিল আজকে উত্থাপিত হবে না বলে জানান। তিনি জানান, "আমরা প্রথম থেকেই তাদের জিজ্ঞেস করছিলাম, তাঁরা মণিপুর নিয়ে আলোচনা চেয়েছিলেন এবং আমরা তাতে রাজি হয়েছি।এখন তাঁরা বিষয় পরিবর্তন করতে চাইছেন এবং প্রধানমন্ত্রীকে সেই বিষয়ে বলাতে চাইছেন, তাঁরা অনাস্থা প্রস্তাব এনেছেন আমরাও সেই বিষয় নিয়ে আলোচনা করব যখন স্পীকার সিদ্ধান্ত নেবেন।"

একদিন আগেই আম আদমি দলের পক্ষ থেকে সমস্ত রাজ্য সভা সাংসদদের প্রতি হুইপ জারি করা হয়। য়েখানে জুলাই ৩১ তারিখ থেকে অগাস্ট ৪ তারিখ পর্যন্ত রাজ্যসভাতে উপস্থিত থাকার কথা বলা হয়। দিল্লি অর্ডিন্যান্স বিলে নিজের সমর্থন তুলে  ধারার জন্য প্রতিটি সাংসদকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে।সংসদের বাদল অধিবেশনে এটিকে কেন্দ্রীয় সরকার নিয়ে আসতে পারে বলে জানা গেছে।

এই বিলের বিরুদ্ধে বিরোধীপক্ষের সমর্থন চাইছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এছাড়া, ইন্ডিয়ান ন্যাশন্যাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্সের (I.N.D.I.A) তরফেও এই বিলের বিরোধীতা করা হবে বলে জানা গেছে।