নতুন দিল্লি, ৩ এপ্রিল: দেশের প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেনদের ট্রেনে বিনামূল্যে সফর করার সুবিধা দেওয়া হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে এমন দাবিই করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরি সেই চিঠিতে লেখেন, " লোকসভায় সরকারের পক্ষ থেকে জানো হয়েছিল, প্রবীণ নাগরকিদের ট্রেন সফরে ছাড় তুলে দেওয়ায় ভারতীয় রেলের বছরে ১৬০০ কোটি টাকা খরচ বেঁচেছে। শুধু অর্থের কথা না ভেবে প্রবীণদের প্রতি আমাদের দায়িত্বের কথা মাথায় রেখে আমাদের দাবি ট্রেন সফর বিনামূল্যে করে দেওয়ার।"
দেশের ৬০ বছর ও তার উর্ধ্বে প্রবীণ নাগরিকদের যাতায়াতের সুবিধার জন্য ভারতীয় রেলে চালু ছিল টিকিটের জন্য বিশেষ ছাড়। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের সময় প্রবীণ নাগরিকদের জন্য ট্রেনের টিকিটে বিশেষ ছাড়ের ব্যবস্থা বন্ধ করে দেয় ভারতীয় রেল। করোনার দাপট কমলেও এখনও বাকিদের মতই একই অর্থ খরচ করে প্রবীণ নাগরিকদের ট্রেন সফর করতে হয়। এতে অসুবিধায় পড়েছেন প্রবীণরা।
দেখুন টুইট
#Delhi CM #ArvindKejriwal wrote a letter to PM #NarendraModi requesting him to allow senior citizens to travel free of cost by trains. pic.twitter.com/UEVFvZyXKl
— IANS (@ians_india) April 3, 2023
এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন দিল্লির প্রধানমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মোদীকে চিঠি লিখে কেজরি আবেদন করলেন, প্রবীণ নাগরিকদের টিকিটের মূল্যে বিশেষ ছাড়ের নিয়মের বদলে পুরোটাই ছাড়ের ব্যবস্থা করুক কেন্দ্র।