নতুন দিল্লি, ২৩ মার্চ: রবিবার জনতা কার্ফিউ উঠতে না উঠতেই ন্যক্কারজনক ঘটনাটি ঘটল রাজধানীতে। এক মণিপুরী তরুণীর গায়ে থুতো ছিটিয়ে দেওয়ার ঘঠনা ঘটল। সেই সঙ্গে আক্রান্তকে করোনা নামে ডাকা হল। এই ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যার সময় দিল্লির বিজয়নগর এলাকায়। সোমবার এক টুইটে এই বিদ্বেষমূলক আচরণের কঠোর নিন্দা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এমনকী দিল্লি পুলিশকে তিনি বলেছেন, কালপ্রিটকে খুঁজে বের করে কড়া শাস্তি দিতে হবে। একই সঙ্গে তিনি বলেছেন, এখন মারণ ভাইরাসের কারমে বিশ্বজুড়ে দুর্যোগ চলছে। আমাদের দেশও ঘোর বিপদের মধ্যে। এখন দেশের প্রত্যেককে এক হয়ে লড়তে হবে।
জানা গিয়েছে, গতকাল জনতা কার্ফিউ উঠতেই দিল্লির রাস্তায় এক মণিপুরী তরুণীকে দেখে মুখ থেকে গুটখা ছিটিয়ে দেয় মধ্য বয়স্ক একজন। আর আক্রান্তকে করোনা বলে ডেকে সেখান থেকে পালিয়ে যায়। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারায় মামলা রুজু হয়েছে। কালপ্রিটকে গ্রেপ্তার করতে একেবারে চিরুণী তল্লাশি শুরু হয়েছে। আরও পড়ুন- Coronavirus Cases In India Rise To 415: ভয়াবহ গতিতে ছুটছে কোভিড-১৯, দেশে আক্রান্তের সংখ্যা ৪১৫
Am shocked to read this. Delhi Police must find the culprit and take strict action. We need to be united as a nation, especially in our fight against Covid-19 https://t.co/roMOMq2jNf
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 23, 2020
বলা বাহুল্য, করোনাভাইরাসের উপদ্রব বাড়তেই দেশের অবস্থা সঙ্গীন। এরমধ্যেই উত্তর পূর্বের বাসিন্দাদের আক্রমণের লক্ষ্যবস্তু করে ফেলেছে দেশের একাংশ। মণিপুর, মিজোরামে সহ উত্তর পূর্বের রাজ্যরে বাসিন্দাদের দেখলেই জাতি বিদ্বেষ মূলক মন্তব্যের অভিযোগ আসছে। এনিয়ে ইতিমধ্যেই সংসদে অ্যাডজর্নমেন্ট মোশন নোটিস দিয়েছেন বি মানিককম ঠাকুর।