দিল্লি, ১৪ নভেম্বর: দিল্লির বিস্ফোরণে কেঁপে উঠেছে গোটা দেশ। দিল্লিতে ভরা বাজারে আই ২০ গাড়ি বিস্ফোরণের পিছনে উমর নবীর নাম উঠে আসে। কে এই উমর নবী, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, উমর নবী কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা। ৩৫ বছরের উমর নবীকে তদন্তকারীরা চিহ্নিত করেন দিল্লি বিস্ফোরণের মাস্টারমাইন্ড হিসেবে।
দিল্লি বিস্ফোরণে অভিযুক্ত উমর নবীকে চিহ্নিত করতেই জানা যায়, তার বাড়ি পুলওয়ামার কোলি গ্রামে। ইতিমধ্যেই উমর নবীর বাড়ি ভেঙে ফেলা হয়েছে। একজন চিকিৎসক হয়েও উমর নবী কীভাবে এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িয়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটায়, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
দিল্লি বিস্ফোরণের তদন্তে নানা তথ্য সামনে আসছে। গোয়েন্দারা জানান, গত ১৮ অক্টোবর জম্মু কাশ্মীরের নওগাম থেকে জইশ-ই-মহম্মদের একটি পোস্টার প্রকাশ্যে আসে। এরপরই ফরিদাবাদ থেকে উদ্ধার হয় বিপুল বিস্ফোরক। সেই সঙ্গে গ্রেফতার করা হয় পরপর ২ চিকিৎসককে। ওই চিকিৎসকরা জঙ্গি কার্যকলাপে যুক্ত, এমন তথ্য সামনে আসতে না আসতেই দিল্লিতে বিস্ফোরণ ঘটানো হয়।
দিল্লিতে লালকেল্লার কাছে যে প্রবল বিস্ফোরণ হয়, সেখানে অ্যামোনিয়াম নাইট্রেট ব্য়বহার করা হয় বলে জানা যায়। সেই সঙ্গে উঠে আসে উমর নবীর নাম। জানা যায়, উমর নবীর যোগসাজসেই দিল্লিতে বিস্ফোরণের জেরে পরপর ১০ জনের মৃত্যু হয়।
শ্রীনগরের সরকারি মেডিকেল কলেজ থেকে পাশ করে উমর নবী। ২০১৭ সালে চিকিৎসকের রেজিস্ট্রেশন পেয়ে যায়।
ফরিদাবাদে যাওয়ার আগে শ্রীনগর এবং অনন্তনাগের সব হাসপাতালে যেতে শুরু করে উমর নবী। এরপর ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে যোগ দেয় উমর নবী। গত ৩ বছর ধরে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের কাছে একটি ছোট বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করে উমর নবী।
ফরিদাবাদ থেকে ৩ হাজার বিস্ফোরক বিস্ফোরক উদ্ধারের পর ঘাবড়ে যায় উমর নবী। এরপরই দিল্লিতে বিস্ফোরণ ঘটিয়ে ফেলায় এই জঙ্গি।