Delhi Blast Car (Photo Credit: X)Delhi Blast: Visuals from Parking near Red Fort where Jaish e Muhammad operative Dr. Umar Muhammad can be seen in the car used for the terror attack. pic.twitter.com/uug8RBi7A7
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) November 11, 2025
দিল্লি, ১১ নভেম্বর: সোমবার রাতে দিল্লিতে যে ভয়াবহ বিস্ফোরণ হয়, তার জেরে উত্তেজনা ছড়াতে শুরু করেছে। দিল্লি বিস্ফোরণের জেরে ৮ জনের মৃত্যুর খবর মেলে। সেই সঙ্গে আহত কমপক্ষে ২০ জন। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর ঐতিহাসিক লালকেল্লা বা রেড ফোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে আগামী ৩ দিন এই লালকেল্লা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
সোমবার রাতের বিস্ফোরণের পর প্রত্যক্ষদর্শীদের বয়ান সামনে আসতে শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের কথায়, দিল্লিতে বিস্ফোরণের আগে এক ব্যক্তিকে একটি গাড়িতে করে সেখানে যেতে দেখা যায়। সিসিটিভি ফুটেজেও সেই ছবি রয়েছে। যেখানে আই ২০ গাড়িতে করে এক ব্যক্তিকে বিস্ফোরণস্থলের দিকে যেতে দেখা যায়।
এই গাড়িতেই হয় বিস্ফোরণ...
Delhi Blast: Visuals from Parking near Red Fort where Jaish e Muhammad operative Dr. Umar Muhammad can be seen in the car used for the terror attack. pic.twitter.com/uug8RBi7A7
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) November 11, 2025
দিল্লি পুলিশের কথায়, সোমবার সন্ধে ৬.৫২ মিনিট নাগাদ লালকেল্লার কাছে ট্রাফিক সিগন্যালে গিয়ে দাঁড়ায় একটি গাড়ি। আর সেই গাড়িতেই হয় ভয়াবহ বিস্ফোরণ। ভয়াবহ ওই বিস্ফোরণের জেরে সেখানে থাকা আশপাশের গাড়িগুলিও ক্ষতিগ্রস্থ হয়। সেই সঙ্গে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও মিলতে শুরু করে। সোমবার দিল্লিতে যে বিস্ফোরণ হয়, সেই ঘটনার পর এনআইএ, এনএসজির তরফেও তল্লাশি এবং তদন্ত শুরু করা হয়েছে।
রবিবার রাত থেকে তল্লাশি চালিয়ে হরিয়ানার ফরিদাবাদের ধানউজ গ্রাম থেকে ৪০০ কেজি আরডিএক্স উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে উদ্ধার করা হয় বহু অস্ত্র। গ্রেফতার করা হয় মুজ়াম্মিল সাকিল-সহ আরও এক চিকিৎসককে। জম্মু কাশ্মীরের ওই ২ চিকিৎসক ধরা পড়ার পর তৃতীয় চিকিৎসকের তরফেই দিল্লিতে বিস্ফোরণ ঘটনাো হয়েছে কি না, তা নিয়ে জোর তদন্ত শুরু হয়েছে।
প্রসঙ্গত দিল্লিতে যে গাড়িটিতে বিস্ফোরণ হয়, সেখানে ওই সময় ছিল উমর মহম্মদ নামে এক ব্য়ক্তি।