Photo Credit ANI

বিএসপি সাংসদ দানিশ আলির(Danish Ali) বিরুদ্ধে এবার পাল্টা অভিযোগ দায়ের করলেন বিজেপি সাংসদ রবি কিষেণ এবং হরনাথ সিং যাদব। লোকসভার স্পীকার ওম বিড়লাকে এই বিষয়ে তারা চিঠিও দিয়েছেন বলে জানা গেছে।

সম্প্রতি খবরের শিরোনামে আসেন বিএসপির এই সাংসদ। অভিযোগ সংসদে অধিবেশন চলাকালীন তার বিরুদ্ধে অশালীন ভাষা প্রয়োগ করেন বিজেপি সাসংদ রমেশ বিধুরি। বেশ কিছু অপমানজনক ভাষাও বলতে শোনা যায় বিধুরিকে।

যদিও রমেশ বিধুরির এই ঘৃণাভাষণের বিরুদ্ধে সংসদে প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন দলের সাংসদরা। বিধুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি তুলে স্পীকার ওম বিড়লাকে চিঠি দেন বিরোধী দলের সাংসদরা। তারই পাল্টা হিসেবে এবার দানিশ আলি র বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এই দুই বিজেপি সংসদ।