নতুন দিল্লি, ১৭ ফেব্রুয়ারি: দিল্লি বিধানসভায় বিজেপির আনা অনাস্থা প্রস্তাবে জিতলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ৫৪টি ভোট পেয়ে জিতলেন কেজরি। দিল্লি বিধানসভায় আপের ৬২টি ও বিজেপির ৮ জন বিধায়ক আছে। ৬২ জন বিধায়কের মধ্যে ৫৪টি ভোট পেলেন আপ সরকারের প্রধান। মণীশ সিসোদিয়া ও সতৈন্দ্র জৈন জেলে রয়েছে। আপের দুই বিধায়ক অসুস্থ। ফলে কেজরিওয়ালের ৮টা না পাওয়া ভোটের মধ্যে ৪ জনকে নিয়ে সংশয়। কিন্তু বাকি চারজন কেন কেজরিকে ভোট দিলেন না তা নিয়ে উঠছে প্রশ্ন। এই বিষয়ে আপের বক্তব্য হল তাঁরা কেউ অসুস্থ বা বাইরে থাকায় বিধানসভায় ভোট দিতে আসতে পারেননি।
ফলে কেজরিওয়ালের জয় নিয়ে প্রশ্ন ছিল না। আসল প্রশ্ন ছিল লোকসভা ভোটের আগে দলের কতজন বিধায়ককে ধরে রাখতে পেরেছেন কেজরি।
দেখুন খবরটি
#Breaking: Delhi Assembly passes confidence motion; CM Arvind Kejriwal wins 'floor test.'
AAP will free country from BJP in 2029 elections even if they win this year's Lok Sabha polls: Delhi CM Kejriwal
Watch as @TejShreeThought joins @MeenakshiUpreti with more details.… pic.twitter.com/8kuEMDnw0p
— TIMES NOW (@TimesNow) February 17, 2024
ক দিন আগেই আপের শীর্ষ নেতৃত্ব অভিযোগ তোলে, মোটা অর্থের প্রলোভন দেখিয়ে বিজেপি তাদের দল ভাঙানোর চেষ্টা করছে। বিজেপি সেটা অস্বীকার করলেও, দেখে মনে হচ্ছিল ঝাড়ু শিবিরে আশঙ্কার ধুলো জমাতে পেরেছে পদ্ম শিবির।