মজার ছলে বিমান সংস্থায় থ্রেট মেইল ১৩ বছরের কিশোরের (ছবি:X)

নয়াদিল্লিঃ বিমানে বোমাতঙ্কের ঘটনা নতুন নয়। তেমনই গত মঙ্গলবার, টরেন্টোগামী (Toronto) এয়ার কানাডার (Air Canada) বিমানে বোমাতঙ্ক ছড়ায়। যার জেরে ১২ ঘণ্টা দেরীতে ছাড়ে বিমানটি। জানা গিয়েছে সে দিন দিল্লি বিমানবন্দর (Delhi Airport) কর্তৃপক্ষ একটি মেইল (Mail) পায়। যাতে লেখা ছিল,টরেন্টোগামী এয়ার কানাডা বিমানে বোমা রয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মিরাটের ১৩ বছরের এক কিশোর এই ঘটনা ঘটিয়েছে। মায়ের ফোন ব্যবহার করে এই মেইলটি সে বিমানসংস্থাকে পাঠায়। এমনকী, মেইল পাঠানোর জন্য ওই কিশোর একটি ভুয়া ইমেইল আইডি তৈরি করেছিল বলে জানা গিয়েছে। তাকে জেরা করে পুলিশ জেনেছে খেলার ছলে এই কাণ্ড করেছে সে। পুলিশকে সে বলে, "টিভিতে এই ধরনের অনেক খবর দেখি। তাই আমি মজা করে মায়ের ফোন থেকে মেইলটি পাঠাই।" এই ঘটনা ঘটানোর পরদিন টিভিতে দিল্লি বিমানবন্দরের খবরটি দেখেও বাবা-মাকে কিছু বলেনি সে, এমনাটাও পুলিশি জেরায় জানায় সে।তাকে আটক করেছে পুলিশ।

এই খবরটিও পড়ুনঃ ভুয়ো তথ্য সমেত গ্রেফতার ৪ বাংলাদেশি, আরও ৫ জনকে খুঁজছে মুম্বই পুলিশ