নতুন দিল্লি, ১৪ অগাস্ট: স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে দিল্লি পুলিশের (Delhi Police) হাতে ধৃত দুই বাংলাদেশি নাগরিক (Bangladeshi Nationals)। তাদের কাছ থেকে প্রায় এক ডজন পাসপোর্ট (Passport) এবং বাংলাদেশের বিভিন্ন মন্ত্রকের ১০টি জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। ডেপুটি কমিশনার অফ পুলিশ এম. হর্ষ বর্ধন বলেছেন যে স্বাধীনতা দিবসের জন্য নিয়মিত বিশেষ নাকা তল্লাশি চলছে রাজধানীতে। রামফল চকে নাকা তল্লাশি অভিযানের সময় পুলিশ দুই বাংলাদেশি নাগরিকের খোঁজ পায়। তারা ওখানে একটি বাড়িতে বসবাস করছিল। জিজ্ঞাসাবাদর পর তাদের গ্রেফার করা হয়। ধৃতদের নাম মহম্মদ মোস্তফা (২৮) ও মহম্মদ হোসেন শেখ।
বাড়িতে তল্লাশি চালাতেই ১১টি পাসপোর্ট এবং বাংলাদেশের বিভিন্ন মন্ত্রক ও নোটারির ১০টি জাল স্ট্যাম্প পাওয়া গিয়েছে। জাল রাবার স্ট্যাম্প রাখার বিষয়ে ধৃতরা কোনও সদুত্তর দিতে পারেনি। আরও পড়ুন: Pakistan Independence Day 2022: পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়াঘা সীমান্তে মিষ্টি বিনিময় করল পাকিস্তান রেঞ্জার্স এবং বর্ডার সিকিউরিটি ফোর্স
Delhi Police apprehended two Bangladeshi nationals from the Palam area and recovered several passports and 10 fake stamps belonging to Bangladesh ministries from their possession. Further probe underway: DCP Dwarka M Harsha Vardhan
(file pic) pic.twitter.com/HRGUlnzgZ2
— ANI (@ANI) August 14, 2022
ধৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ-সহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত দু’জন বলেছে যে তারা চিকিৎসা করাতে আসা বাংলাদেশি নাগরিকদের এজেন্ট হিসেবে কাজ করত। যদিও তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জাল স্ট্যাম্প উদ্ধারের বিষয়টি তদন্ত করা হচ্ছে।