দিল্লি, ১৬ সেপ্টেম্বর: ফের মেঘভাঙা বৃষ্টিতে ভাসছে উত্তরাখণ্ড। দেরাদুনে এক নাগাড়ে বৃষ্টির জেরে বিপন্ন জনজীবন। মেঘভাঙা বৃষ্টিতে ভেসে যেতে শুরু করেছে উত্তরাখণ্ডের সহস্রধারা। ফলে স্থানীয় এলাকার বাড়িঘর, রাস্তাঘাট ভেসে গিয়েছে। সোমবার রাত থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে দেবভূমিতে, তার জেরে ফের উত্তরাখণ্ড ভেসে যাচ্ছে।
দেখুন সহস্রধারা কীভাবে ভেসে গিয়েছে...
VIDEO | Dehradun: Cloudburst in Sahastradhara has led to heavy flooding; visuals show settlements and a JCB machine buried in debris.#cloudburst
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/fLqiAavVAH
— Press Trust of India (@PTI_News) September 16, 2025
মেঘভাঙা বৃষ্টিতে কীভাবে দেবভূমি ভাসতে শুরু করেছে দেখুন...
VIDEO | Dehradun: Cloudburst has led to severe flooding, leaving streets inundated and vehicles washed away.#cloudburst
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/J3vrKDIHWe
— Press Trust of India (@PTI_News) September 16, 2025
রিপোর্টে প্রকাশ, উত্তরাখণ্ডের সহস্রধারায় যখন মেঘভাঙা বৃষ্টি শুরু হয়, সেই সময় বহু দোকান ভেসে যেতে শুরু করে। তবে দোকানের ভিতরে কেউ ওই সময় ছিলেন কি না, সে বিষয়ে খোঁজ খবর শুরু হয়েছে। একাধিক দোকানের পাশাপাশি ২টি বড় আকারের হোটেলও ভেসে গিয়েছে বলে খবর। ওই হোটেল দুটির কোনও অস্তিত্ব মেলেনি।
উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় নামতেই সেখানে বিপর্যয় মোকাবিলাকারী দল হাজির হয়। ফলে জোর কদমে শুরু হয় উদ্ধার কাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত, মেঘভাঙা বৃষ্টির জেরে বহু গাড়ি ভেসে গিয়েছে। সেই সংখ্যাটা ঠিক কত, তা এখনও জানা যায়নি।