সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে মানহানি মামলা। মামলা করলেন আসামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সমাজকর্মী। এনআরসি নিজের আত্মজীবনীতে রঞ্জন গগৈ আপত্তিমূলক মন্তব্য করেছেন বলে দাবি করেছেন ওই সমাজকর্মীর।
গগৈয়ের বিরুদ্ধে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে অভিজিত শর্মা নামের এক সমাজকর্মী। কামরুপের জেলা এবং দেওয়ানী আদলতে মামলা দায়ের করেছেন অভিজিৎ শর্মা।
আসামে এনআরসির বিরুদ্ধে সক্রিয়ভাবে নিজের আওয়াজ তুলেছিলেন তিনি। ২০১৭ সালে অভিজিত অভিযোগ করেছিলেন যে এনআরসি ইস্যুতে যে দুর্নীতি চলছে তাতে যুক্ত রয়েছেন তৎকালীন কোঅর্ডিনেটর প্রতীক হাজেলা। তিনি আরও জানান যে, তাঁর তোলা অভিযোগ প্রমাণিতও হয়েছে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের অনুসন্ধানের মাধ্যমে। এছাড়া হাজেলার বিরুদ্ধে এনআরসিতে দুর্নীতির অভিযোগে আসাম সরকারের পক্ষ থেকেও অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
রঞ্জন গগৈ তাঁর বইতে অভিজিতকে নিয়ে বক্তব্য লেখার পরই আদালতের দারস্থ হন স্বেচ্ছাসেবী সংস্থার এই কর্মী।
A social worker and office bearer of an #Assam-based NGO has filed a defamation case against the former Chief Justice of India, #RanjanGogoi, claiming that the latter's autobiography contained some offensive things in the context of the National Register of Citizens (#NRC)… pic.twitter.com/H3K3VUouXO
— IANS (@ians_india) May 11, 2023