Rahul Gandhi (Photo Credit: ANI/Twitter)

ভারত জোড়ো ন্যায় যাত্রা আপাতত স্থগিত করা হল। রাহিুল গান্ধীর বিরুদ্ধে মানহানি মামলার জেরে স্থগিত করা হল এই যাত্রা। মঙ্গলবার থেকে স্থগিত করা হয় এই যাত্রা। সুলতানপুরে জেলা আদালতে সমনের জেরে হাজিরা দেওয়ার কারণে স্থগিত করা হয়েছে এই যাত্রা।

নিজের এক্স হ্যান্ডেল থেকে কংগ্রেস  নেতা জয়রাম রমেশ জানান, রাহুল গান্ধীকে জেলা সিভিল আদালতে সমন পাঠানো হয়েছে ৪ অগাস্ট ২০১৮ সালে বিজেপি নেতার করা মানহানি মামলায় তাকে হাজিরা দেওয়ার কথা রয়েছে। তাই ভারত জোড়ো ন্যায় যাত্রা স্থগিত করা হল এবং তা আবার পুুনরায় ২০ তারিখ বেলা ২ টো থেকে শুরু হবে বলে জানা গেছে।

২০১৮ সালে বেঙ্গালুরুতে অমিত শাহের বিরুদ্ধে মানহানিমূলক মন্তব্য করেন রাহুল গান্ধী। সেই মন্তব্যের জেরে বিজেপি নেতা বিনয় মিশ্রা আদালতে মানহানির মামলা দায়ের করেন।