Photo Credits: ANI

রেল দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩৩। ঘটনায় আহতের সংখ্যা ছাঁড়িয়েছে প্রায় ৯০০ জন। ওড়িশার (Odisha) বালাসোরের (Balasore) বাহানাগা বাজার স্টেশনের (Bahanaga Station) কাছে শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার (accident) কবলে পড়ল করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express)।

ট্রেনটির একাধিক কামরা লাইনচ্যুত (several bogies derailed)  হয়েছ বলে খবর পাওয়া গেছে। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষ।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। ২৩ টি কামরার মধ্যে ১৫  টি কামরা লাইন থেকে ছিটকে পড়ে পাশের ডাউন লাইনে।সেই সময় ওই লাইন দিয়ে আসছিল বেঙ্গালুরু হাওড়া ডাউন ট্রেন।তারও ২টি কামরা লাইনচ্যুত হয়।

ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ।শুধুমাত্র করম্ডল এক্সপ্রেসই এবং মালগাড়ি নয় এর পাশাপাশি ডাউন যশবন্তপুর এক্সপ্রেসও দুর্ঘটনার কবলে পড়েছে। যশবন্তপুর এক্সপ্রেসের চারটি  কামরা লাইনচ্যুত হয়েছে।

দুর্ঘটনায় নিহতদের ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, গুরুতর আহতদের ২ লক্ষ টাকাএবং অল্প আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

রেলের তরফে ইতিমধ্য়েই দুর্ঘটনাগ্রস্থ কামরাগুলিকে সরানোর কাজ শুরু হয়েছে। আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।