কার্গিল: কথায় আছে, মায়ের থেকে মেয়ের টান বাবার প্রতি বেশি থাকে। আর সে যদি মেয়েটি যদি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে ভারতকে জয়ী করা সেনানায়কের মেয়ে তাহলে তাঁর মনোভাবই অন্যরকম থাকে। যে কোনও প্রতিকূলতার সঙ্গে লড়াই করার সেই সাহস থেকে সুদূর আমেরিকা (USA) থেকে কার্গিলের (Kargil) শিনগো নদীতে (Shingo River) এসে বাবার চিতাভস্ম (ashes) ভাসিয়ে দিলেন ভারতীয় সেনার প্রাক্তন ব্রিগেডিয়ারের কন্যা। সেই সময়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ইমোশোনাল হয়েছেন অনেকেই।
সংবাদ সংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডেলে পোস্ট করা আবেগঘন ওই ভিডিয়োটি পাওয়া গেছে ভারতীয় সেনার (Indian Army) ফায়ার ও ফিউরি কর্পস (Fire & Fury Corps)-এর তরফে। শিরোনামে লেখা হয়েছে, 'সেনারা কখনও মরেন না। তাঁরা গৌরবের কাছে ম্লান হয়ে যায়' (Soldiers never die, they fade away to Glory)।
১৯৭১ সালে (1971 War) পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে দুরন্ত লড়াই করে কার্গিলের শহরের জন্য গুরুত্বপূর্ণ স্থান পিটি ১৩৬২০ (Pt 13620) ভারতের দখলে ফিরিয়ে নিয়ে আনতে অবদান রেখেছিলেন তৎকালীন ব্রিগেডিয়ার শশিকান্ত ভাসাভাদা (Late Brig Shashikant Vasavada (Retd))। প্রথমে ৯ জেএকে এল ওয়ান (9 JAK LI)-এ সেকেন্ড ইন কমান্ড (Second in Command) ছিলেন। পরে কমান্ডিং অফিসারের (Commanding Officer) দায়িত্ব পান। বর্তমানে ওই জায়গা পর্যটকদের জন্য খুলে দিয়েছে ভারতীয় সেনা। আরও পড়ুন: One Nation One Election: এক দেশ, এক নির্বাচন-এর জন্য কেন্দ্রের কমিটিতে নেই অধীর, ভিডিয়োতে শুনুন কী বললেন কংগ্রেস নেতা বেণুগোপাল
দেখুন ভিডিয়ো:
Soldiers never die, they fade away to Glory' Daughter of Late Brig Shashikant Vasavada (Retd), Second in Command (later Commanding Officer) of 9 JAK LI during the 1971 operations came from the USA to Kargil in accordance with the last wish of her father which was to immerse his… pic.twitter.com/grMmc5qVWY
— ANI (@ANI) September 3, 2023