D Preethi Death Case: 'প্রাণঘাতী ইনজেকশন দিয়ে খুন', দোষীদের মৃত্যুদণ্ডের দাবি তেলাঙ্গানার মেডিকেল পড়ুয়ার বাবার
D Preethi (Photo Credit: File Photo)

হায়দরাবাদ, ২৭ ফেব্রুয়ারি: তেলাঙ্গানায় (Telangana) মেডিকেল ছাত্রীর মৃত্যুতে রহস্য ক্রমশ ঘোরাল হচ্ছে। তেলাঙ্গানার কাকাতিয়া মেডিকেল কলেজের ছাত্রী ডি প্রীতিকে (D Preethi) হেনস্থা করা হয়। সিনিয়রদের হেনস্থার পর প্রীতি আত্মহত্যা করে বলে রিপোর্ট প্রকাশ। প্রীতির মৃত্যুর পর তাঁর পরিবারের তরফে বিস্ফোরক অভিযোগ করা হয়। প্রীতি আত্মহত্যা করতে পারেন না বলে দাবি পরিবারের। প্রীতিকে 'প্রাণঘাতী ইনজেকশন দিয়ে তাঁকে খুন করা হয়েছে' বলে অভিযোগ পরিবারের।

আরও পড়ুন: Telangana: সিনিয়রদের বিরুদ্ধে 'Ragging'-এর অভিযোগ, ফের নির্মম পরিণতি মেডিকেল পড়ুয়ার

কে বা কারা প্রীতিকে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে খুন করল, সে বিষয়ে পুলিশ তদন্ত করুক বলে দাবি মৃতের বাবা নরেন্দ্রর। প্রীতির মৃত্যুর জন্য যে বা যারা দায়ি, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। ভবিষ্যতে যাতে কোনও মেয়ের এই পরিস্থিতির সম্মুখীন হতে না হয় বলেও ক্ষোভ উগরে দেন প্রীতির বাবা।

প্রসঙ্গত মহম্মদ আলি সইফ নামে এক পড়ুয়াকে পুলিশ গ্রেফতার করেছে এই ঘটনার জেরে।