Telangana:  সিনিয়রদের বিরুদ্ধে 'Ragging'-এর অভিযোগ, ফের নির্মম পরিণতি মেডিকেল পড়ুয়ার
Representational Image (Photo Credits: PTI)

হায়দরাবাদ, ২৭ ফেব্রুয়ারি: ফের আত্মহত্যা (Suicide) মেডিকেল ছাত্রীর। এবার র্যাগিংয়ের (Ragging) অভিযোগে আত্মহত্যা করলেন তেলাঙ্গানার (Telangana) মেডিকেলের এক পড়ুয়া। পুলিশ সূত্রে খবর, তেলাঙ্গানার কাকাতিয়া মেডিকেল পড়ুয়া ডি প্রীতিকে হেনস্থা করেন কলেজের সিনিয়ররা। কলেজের সিনিয়রদের র্যাগিংয়ের জেরেই বছর ২৬-এর ডি প্রীতি আত্মহত্যা করেন বলে খবর। সিনিয়রদের হেনস্থার জেরে ডি প্রীতি আত্মহত্যার চেষ্টা করলে, তাঁকে এমজিএম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় পরে প্রীতিকে হায়দরাবাদের হাসপাতালে স্থানান্তরিত করলেও শেষরক্ষা হয়নি।

ডি প্রীতির বাবার অভিযোগের ভিত্তিতে কাকাতিয়া মেডিকেল কলেজের এক ছাত্রকে পুলিশ গ্রেফতার করেছে। মহম্মদ আলি সইফ নামে ওই ছাত্রের বিরুদ্ধে প্রীতিকে হেনস্থার অভিযোগ উঠেছে। মহম্মদ আলি সইফের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।

যদিও মৃত ছাত্রীর বাবার দাবি, তিনি অভিযোগ দায়েরের পরও হাসপাতাল এবং কলেজ কর্তৃপক্ষের তরফে উপযুক্ত পদক্ষেপ করা হয়নি।