শক্তি হারালো । মঙ্গলবার গভীর রাতে অন্ধপ্রদেশের উত্তর-পশ্চিম উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ে মন্থা। তবে যত সময় এগোচ্ছে, ততই মন্থার তীব্রতা কমছে। পরবর্তী ৬ ঘন্টার মধ্যে আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে আইএমডি জানিয়েছে। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারী বৃষ্টি হয় অন্ধ্রে। সে রাজ্যে প্রায় এক লক্ষ ৭৬ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এমনটাই জানিয়েছে অন্ধ্রের মুখ্যমন্ত্রীর দফতর। ঝড়ের দাপটে কোনাসিমা জেলার মাকানাগুদেম গ্রামে গাছ পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার।
The cyclonic storm #Montha over coastal #AndhraPradesh has lost much of its strength and is expected to weaken further into a depression within the next six hours, bringing only light to moderate rain to several parts of Odisha.
According to Dr. Manorama Mohanty, Scientist and… pic.twitter.com/bjtSqQoBMG— DD News (@DDNewslive) October 29, 2025
ওড়িশাতেও হয় ভারী বৃষ্টি। গঞ্জাম, গজপতি, কোরাপুট, রায়গড় এবং মালাকানগিরি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতেও দুর্যোগের লাল সতর্কতা জারি করেছে আইএমডি। এ ছাড়া পুরী-সহ ওড়িশার ১১ জেলায় জারি রয়েছে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা। প্রবল ঝড়বৃষ্টির কারণে ওড়িশায় বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।