হায়দরাবাদ, ২৮ অক্টোবর: মঙ্গলবার বিকেলে আছড়ে পড়বে মন্থা (Cyclone Montha)। ঘূর্ণিঝড় (Cyclone) যখন সমুদ্রে (Bay Of Bengal) ফুঁসছে, সেই সময় বঙ্গোপসাগরের রূপ যেন ভয়ঙ্কর হয়ে গেল। সোমবার বিকেল থেকে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় বিশেষ করে ভাইজ়াগ-সহ উপকূলবর্তী এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার বিকেল থেকে যে বৃষ্টি এবং ঝড় শুরু হয়, মঙ্গলবার সকালে তা আরও ভয়াবহ রূপ নিতে শুরু করে। ভাইজ়াগে প্রবল গর্জনে ফুঁসছে বঙ্গোপসাগর। সেই সঙ্গে শুরু হয়েছে তুমুল বৃষ্টি।
অন্ধ্র উপকূলে ঝড় যখন আছড়ে পড়ার তোড়জোড় শুরু করেছে, সেই সময় সেখান থেকে স্থানীয়দের সরানোর কাজ শুরু করেছে প্রশাসন। বিশাখাপত্তনমে এক নাগাড়ে বৃষ্টি এবং ঝড়ের দাপটে যাতে কোনওভাবে প্রাণহানি না হয়, সেদিকে প্রশাসনকে নজর রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু।
অন্ধ্রের পাশাপাশি ওড়িশা এবং তামিলনাড়ুতেও প্রবল সতর্কতা জারি করা হয়েছে।
দেখুন বঙ্গোপসাগর কীভাবে ফুঁসতে শুরু করেছে সাইক্লোন মন্থার প্রভাবে...
VIDEO | Visakhapatnam: Heavy rain and gusty winds lash the city as Cyclone Montha approaches the Andhra Pradesh coast.#CycloneMontha #Visakhapatnam #AndhraPradesh
(Full video available on PTI Videos – https://t.co/n147TvqRQz) pic.twitter.com/TYwXD2KN31
— Press Trust of India (@PTI_News) October 28, 2025
কাকিনাড়া বা তার কাছে স্থালভাগে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। ফলে কাকিনাড়া এবং তার আশপাশের অঞ্চলে জোর সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে কাকিনাড়া এবং উপ্পাডার রাস্তাও।
দেখুন কাকিনাড়ায় উত্তাল সমুদ্র কীভাবে ফুঁসছে...
#WATCH | Andhra Pradesh: Sea in full spate in Kakinada as Cyclone Montha further advances. Visuals from Beach Road of Kakinada and Uppada. About 8-kilometre stretch of beach road has suffered damage.
Officials have closed the beach road of Kakinada and Uppada to prevent… pic.twitter.com/axafAg2QiG
— ANI (@ANI) October 28, 2025
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে প্রত্যেক সৈকতে বিপর্যয় মোকাবিলাকারী দল মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে চলবে বিদ্যুৎ বন্ধ করার পালা। ঘূর্ণিঝড় এবং বৃষ্টিতে যাতে বিদ্যুৎ বিপর্যয় না হয় কোনওভাবে, তার জন্য সদা সতর্ক প্রশাসন।
দেখুন কাকিনাড়ায় কীভাবে উপকূলে নৌকা বেঁধে মৎস্যজীবীরা অন্যত্র সরে গিয়েছেন...
Kakinada , Andhra Pradesh: Cyclone ‘Montha’ batters Kakinada with heavy rains and strong winds; NDRF teams deployed as power cuts and flooding disrupt daily life. pic.twitter.com/DbajVfDO6m
— IANS (@ians_india) October 28, 2025