নয়াদিল্লিঃ ঘূর্ণিঝড় ফেঙ্গালের(Cyclone Fengal) দাপটে লণ্ডভণ্ড তামিলনাড়ু। এখনও অবিরাম বৃষ্টিতে জলমগ্ন তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকা। ত্রান শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে দক্ষিণের এই রাজ্য। এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সাহায্যের হাত চাইলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। আজ, মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনের বিষয়টি নিজেই জানান সামাজিক মাধ্যমে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "ঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয়েছে। তামিলনড়ুর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। রাজ্যের পরিস্থিতি সম্পর্কে সবটা জানিয়েছি।" তিনি আরও উল্লেখ করেন, "রাজ্য প্রশাসন প্রতিনিয়ত কাজ করে চলেছে। তবে এক্ষেত্রে কেন্দ্রের সাহায্য প্রয়োজন। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার ব্যাপারে প্রধানমন্ত্রীকে জানিয়েছি এবং চিঠি লিখেছি। আমি আশা করি প্রধানমন্ত্রী পরিস্থিতি বিবেচনা করা আমার অনুরোধ রাখবেন।" প্রসঙ্গত, ঘূর্ণিঝড় কেটে গেলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। আজ, মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তামিলনাড়ু জুড়ে। আবহাওয়ার কথা বিবেচনা করে আজ মঙ্গলবার মাইসোরে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্ট্যালিনের সঙ্গে ফোনে কথা, ঘূর্ণিঝড় বিধ্বস্ত তামিলনাড়ুর পাশে মোদী
MK Stalin speaks to PM Modi, requests for central team to assess damages
Read @ANI | Story https://t.co/LLsJE7wvnK#CycloneFengal #PMModi #MKStalin pic.twitter.com/BIOjezn56H
— ANI Digital (@ani_digital) December 3, 2024